বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী – অবনীন্দ্রনাথ ঠাকুর। বিহারের জামুই-এর কাছে খয়রা নামে একটা জমিদারি ছিল। ১৯১৯ সালে খয়রার কুমার গুরুপ্রসাদ সিংহ এই জমিদারি বিক্রি করে দেন এবং প্রাপ্ত অর্থের কিছু অংশ কলকাতা বিশ্ববিদ্যালয়কে দান করেন। এই অনুদান দিয়ে পাঁচটি অধ্যাপক পদের সৃষ্টি হয়, তার একটি রানি বাগেশ্বরী শিল্প অধ্যাপক, গুরুপ্রসাদের স্ত্রীর নামে। এই পদে বৃত হয়ে অবনীন্দ্রনাথ যে বক্তৃতাগুলি দিয়েছিলেন, তা আজও ভারতীয় শিল্পসাহিত্যে ধ্রুপদি হিসেবে গণ্য। এই গ্রন্থ সেই বক্তৃতাগুলির সংকলন।
নন্দলাল বসুর ভাষায়, “শিল্পগুরু অবনীন্দ্রনাথের বাগীশ্বরী বক্তৃতামালা, রূপকলার আলোচনার ক্ষেত্রে যুগান্তকারী গ্রন্থ, এবং এ যুগে আমাদের মধ্যে রসবোধের উন্মেষসাধনে অতুলনীয় এ বিষয়ে কোনও সন্দেহ নেই। বঙ্গসাহিত্যে এটি এক অমূল্য সম্পদ।”