“এই দ্যাখ্ টেঁপি, দ্যাখ্ কি রকম করে হাউই ছাড়তে হয়। বড় যে রাজুমামাকে ডাকতে চাচ্ছিলি? কেন, রাজুমামা না হলে বুঝি হাউই ছোটানো যায় না? এই দ্যাখ্।”
দাদার বয়স প্রায় বছর দশেক হবে, টেঁপির বয়স মোটে আট, অন্য অন্য ভাইবোনেরা আরো ছোট। সুতরাং দাদার দাদাগিরির অন্ত নেই। দাদাকে হাউই ছাড়তে দেখে টেঁপির বেশ একটু ভয় হয়েছিল, পাছে দাদা হাউইয়ের তেজে উড়ে যায়, কি পুড়ে যায়, কিম্বা সাংঘাতিক একটা কিছু ঘটে যায়। কিন্তু দাদার ভরসা দেখে তারও একটু ভরসা হল।
দাদা হাউইটিকে হাতে নিয়ে, একটুখানি বাঁকিয়ে ধরে বিজ্ঞের মতো বলতে লাগল, “এই সল্তের মতো দেখছিস্ এইখানে আগুন ধরাতে হয়। সল্তেটা জ্বলতে জ্বলতে যেই হাউই ভস্ করে ওঠে অমনি ঠিক সময়টি বুঝে— এই এম্নি করে হাউইটিকে ছেড়ে দিতে হয়। এইখানেই হচ্ছে আসল বাহাদুরি। কাল দেখলি তো, প্রকাশটা কি রকম আনাড়ীর মতো করেছিল। হাউই জ্বলতে না জ্বলতে ফস করে ছেড়ে দিচ্ছিল। সেইজন্যই হাউইগুলো আকাশের দিকে না উঠে নিচু হতে এদিক ওদিক বেঁকে যাচ্ছিল।”
ফ্যাঁস—ফোঁস্—ছররর! এত শিগ্গির হাউইয়ে আগুন ধরে যায় সেটা দাদার খেয়ালেই ছিল না, দাদা তখনো ঘাড় বাঁকিয়ে হাসি হাসি মুখ করে নিজের বাহাদুরির কথা ভাবছেন। কিন্তু হাসিটি না ফুরাতেই হাউই যখন ফ্যাঁস্ করে উঠল তখন সেই সঙ্গে দাদার মুখ থেকেও হাঁউ-মাউ গোছের একটা বিকট শব্দ আপনা থেকেই বেরিয়ে এল। আর তার পরেই দাদা যে একটা লম্ফ দিলেন, তার ফলে দেখা গেল মাঝখানে চিৎপাত হয়ে অত্যন্ত আনাড়ীর মতো তিনি হাত পা ছুঁড়ছেন। কিন্তু তা দেখবার অবসর টেঁপিদের হয়নি। কারণ দাদার চিৎকার আর লম্ফভঙ্গীর সঙ্গে সঙ্গে তারাও কান্নার সুর চড়িয়ে বাড়ির ভিতরদিকে রওনা হয়েছিল।
কান্না-টান্না থামলে পর রাজুমামা যখন দাদার কান ধরে তাকে ভিতরে নিয়ে এলেন, তখন দেখা গেল যে, দাদার হাতের কাছে ফোস্কা পড়ে গেছে আর গায়ের দু-তিন জায়গায় পোড়ার দাগ লেগেছে। কিন্তু তার জন্য দাদার দুঃখ নেই, তার আসল দুঃখ এই যে টেঁপির কাছে তার বিদ্যেটা এমন ভাবে ফাঁস হয়ে গেল। রাজুমামা চলে যেতেই সে হাতে মলম মাখতে মাখতে বলতে লাগল, কোথাকার কোন দোকান থেকে হাউই কিনে এনেছে— ভালো কতে মশলা মেশাতেও জানে না। বিষ্টু পাঠকের দোকান থেকে হাউই আনলেই হত। বার বার বলেছি— রাজু মামা হাউই চেনে না, তবু তাকেই দেবে হাউই কিনতে।
তারপর সে টেঁপিকে আর ভোলা, ময়না আর খুক্নুকে বেশ করে বুঝিয়ে দিল যে, সে যে চেঁচিয়েছিল আর লাফ দিয়েছিল, সেটা ভয়ে নয়, হঠাৎ ফুর্তির চোটে।
Related Chapters
- সূচনা
- জীবনী
- আবোল তাবোল
- অবাক কাণ্ড
- আবোল তাবোল
- আবোল তাবোল – ২
- আহ্লাদী
- একুশে আইন
- কাঁদুনে
- কাঠবুড়ো
- কাতুকুতু বুড়ো
- কি মুস্কিল
- কিম্ভুত
- কুম্ড়ো পটাশ
- খিচুড়ি
- খুড়োর কল
- গন্ধ বিচার
- গল্প বলা
- গানের গুঁতো
- গোঁফচুরি
- চোর ধরা
- ছায়া বাজি
- ট্যাঁশ গরু
- ঠিকানা
- ডানপিটে
- দাঁড়ে দাঁড়ে দ্রুম্
- নারদ! নারদ!
- নোট বই
- ন্যাড়া বেলতলায় যায় ক’বার
- পালোয়ান
- প্যাঁচা আর প্যাঁচানি
- ফসকে গেল
- বাবুরাম সাপুড়ে
- বিজ্ঞান শিক্ষা
- বুঝিয়ে বলা
- বুড়ীর বাড়ী
- বোম্বাগড়ের রাজা
- ভালরে ভাল
- ভুতুড়ে খেলা
- ভয় পেয়ো না
- রামগরুড়ের ছানা
- লড়াই ক্ষ্যাপা
- শব্দ কল্প দ্রুম্
- শুরু
- সাবধান
- সৎপাত্র
- হাত গণনা
- হাতুড়ে
- হুলোর গান
- খাই খাই
- দাঁড়ের কবিতা
- পাকাপাকি
- অসম্ভব নয়!
- খাই খাই
- বিষম চিন্তা
- হরিষে বিষাদ
- পরিবেষণ
- জালা – কুঁজো সংবাদ
- আড়ি
- নাচের বাতিক
- অবুঝ
- পড়ার হিসাব
- হিংসুটিদের গান
- সাধে কি বলে গাধা!
- তেজিয়ান
- জীবনের হিসাব
- আশ্চর্য !
- নিরুপায়
- হিতে-বিপরীত
- নন্দগুপি
- বর্ষ শেষ
- গ্রীষ্ম
- বর্ষার কবিতা
- শ্রাবণে
- নিঃস্বার্থ
- বর্ষ গেল বর্ষ এল
- হারিয়ে পাওয়া
- সঙ্গীহারা
- গ্রীষ্ম
- কাজের লোক
- দেশ-বিদেশের গল্প
- ওয়াসিলিসা
- পাজি পিটার
- শ্বেতপুরী আর লালপুরী
- দেবতার দুর্বুদ্ধি
- দেবতার সাজা
- হারকিউলিস
- অর্ফিয়ুস
- খৃস্টবাহন
- নাপিত পন্ডিত
- বুদ্ধিমানের সাজা
- দুষ্টু দরজি
- আশ্চর্য ছবি
- ভাঙা তারা
- লোলির পাহারা
- তিন বন্ধু
- দ্রিঘাংচু
- অসিলক্ষণ পন্ডিত
- রাজার অসুখ
- দানের হিসাব
- এক বছরের রাজা
- কার দোষ
- দুই বন্ধু
- বুদ্ধিমান শিষ্য ১
- বুদ্ধিমান শিষ্য ২
- ঠুকে মারি আর মুখে মারি
- বোকা বুড়ি
- সূদন ওঝা
- রামের শঙ্খ
- অন্ধের বর চাওয়া
- টাকার আপদ
- বিবিধ কবিতা
- নদী
- অন্ধ মেয়ে
- সাগর যেথায়
- আয়রে আলো আয়
- মেঘের খেয়াল
- আজব খেলা
- কত বড়
- বড়াই
- বেজায় রাগ
- সঙ্গীহারা
- বিচার
- বিষমকাণ্ড
- মনের মতন
- বর্ষ গেল, বর্ষ এল
- নূতন বৎসর
- গ্রীষ্ম ১:২
- শ্রাবণে
- শিশুর দেহ
- বেজায় খুশি
- খোকা ঘুমায়
- ভারি মজা
- লোভী ছেলে
- সাহস
- নানা গল্প
- ছাতার মালিক
- ব্যাঙের রাজা
- পুতুলের ভোজ
- হিংসুটি
- পেটুক
- সবজান্তা দাদা
- যতীনের জুতো
- গোপালের পড়া
- গল্প
- সত্যি
- রাগের ওষুধ
- ডাকাত নাকি
- হাসির গল্প
- বাজে গল্প ১
- বাজে গল্প ২
- বাজে গল্প ৩
- কুকুরের মালিক
- উকিলের বুদ্ধি
- গরুর বুদ্ধি
- ঠকানে প্রশ্ন
- ঠকানে প্রশ্নের উত্তর
- ভুল গল্প
- নাটক
- লক্ষ্মণের শক্তিশেল