শেলীর The Question হইতে অনুকৃত
ভ্রমিতে ভ্রমিতে হেরিনু স্বপন
শীত ঋতু কোথা গিয়াছে চলি
মৃদু মৃদু বহে বাসন্তী পবন
মধুর মধুর সুবাসে মিলি
জল কলনাদ সুবাসে মিলিয়া
সুদূর হইতে আসিছে ধীরে
ধীরে ধীরে মোর চেতনা হরিয়া
আনিল আমারে তটিনীতীরে
সে তটিনীতীরে রহিছে হেলিয়া
একটি ব্রততী মধুর বায়
ধীরে নদি সলিল চুমিয়া
চকিতে আবার সরিয়া যায়
বিকশিত কত কুসুম রতন
হরিত তটিনী পুলিন পরে
এ কুসুমমালা মুদেনা কখন
হেলেনা বিটপী কুসুমভারে
হেথা এক ফুল পড়েছে হেলায়
ঢালিছে শিশির পল্লব তরে
কাঁদে যথা শিশু আদরে ভাসায়
জননী বদন নয়ন জলে
চম্পক কামিনী মালতী মল্লিকা
হাসে চারিদিক বিটপী পরে
বিকশিত কত কম শেফালিকা
দোলে ধীরে ধীরে সমীর ভরে,
কুমুদ কহ্লার শোভে নদী জলে
তীরে তরুবর সে ছবি হেরে
উল্লাসে তটিনী সাজি ফুল দলে
প্রবাহিয়া যায় মধুর স্বরে
রচিনু যতনে কুসুমের হার
বসি নদীতীরে বিটপীতলে
ফুলহার লয়ে ফিরিনু আবার
পরাতে সে মালা কাহার গলে॥