এক দোকানে মধুর কলসী উলটিয়া পড়িয়াছিল। তাহাতে চারি দিকে মধু ছড়াইয়া যায়। মধুর গন্ধ পাইয়া, ঝাঁকে ঝাঁকে, মাছি আসিয়া সেই মধু খাইতে লাগিল। যত ক্ষণ এক ফোঁটা মধু পড়িয়া রহিল, তাহারা ঐ স্থান হইতে নড়িল না। অধিক ক্ষণ তথায় থাকাতে, ক্রমে ক্রমে, সমুদয় মাছির পা মধুতে জড়াইয়া গেল; মাছি সকল আর, কোনও মতে, উড়িতে পারিল না; এবং, আর যে উড়িয়া যাইতে পারিবেক, তাহারও প্রত্যাশা রহিল না। তখন তাহারা, আপনাদিগকে ধিক্কার দিয়া, আক্ষেপ করিয়া, কহিতে লাগিল, আমরা কি নির্বোধ; ক্ষণিক সুখের জন্যে, প্রাণ হারাইলাম।
Related Chapters
- ভূমিকা
- শৃগাল ও দ্রাক্ষাফল
- বাঘ ও বক
- দাঁড়কাক ও ময়ূরপুচ্ছ
- শিকারি কুকুর
- অশ্ব ও অশ্বপাল
- সর্প ও কৃষক
- কুকুর ও প্রতিবিম্ব
- ব্যাঘ্র ও মেষশাবক
- মাছি ও মধুর কলসী
- কুকুর, কুক্কুট ও শৃগাল
- চালক ও চক্র
- ব্যাঘ্র ও পালিত কুকুর
- সিংহ ও ইঁদুর
- রাখাল ও ব্যাঘ্র
- শৃগাল ও কৃষক
- কাক ও জলের কলসী
- উদর ও অন্যান্য অবয়ব
- একচক্ষু হরিণ
- নেকড়ে বাঘ ও মেষের পাল
- দুই পথিক ও ভালুক
- বিধবা ও কুক্কুটী
- সিংহ, গর্দ্দভ ও শৃগালের শিকার
- খরগস ও শিকারী কুকুর
- খরগস ও কচ্ছপ
- কৃষক ও কৃষকের পুত্রগণ
- বৃদ্ধা নারী ও চিকিৎসক
- কৃষক ও সারস
- গৃহস্থ ও তাহার পুত্রগণ
- কচ্ছপ ও ঈগলপক্ষী
- অশ্ব ও অশ্বারোহী
- কুক্কুরদষ্ট মনুষ্য
- ভল্লুক ও শৃগাল
- পথিকগণ ও বটবৃক্ষ
- কুঠার ও জলদেবতা
- বৃষ ও মশক
- রোগী ও চিকিৎসক
- ইঁদুরের পরামর্শ
- সিংহ ও মহিষ
- চোর ও কুকুর
- লাঙ্গুলহীন শৃগাল
- সারসী ও তাহার শিশুসন্তান
- পথিক ও কুঠার
- পক্ষী ও শাকুনিক
- দুঃখী বৃদ্ধ ও যম
- ঈগল ও দাঁড়কাক
- হরিণ ও দ্রাক্ষালতা
- সিংহ, শৃগাল ও গর্দ্দভ
- কৃপণ
- সিংহ, ভালুক ও শৃগাল