এই ব্রত তিন বছর করতে হয়। চতুর্থ বছর বিষ্ণুপদী সংক্রান্তিতে হয় ব্রত উদযাপন। চড়ক-সংক্রান্তির দিন শুরু করে বৈশাখ-সংক্রান্তি অবধি প্রতিদিন সকালে সধবার কপালে সিঁদুর দিয়ে বিকেলে তার হাতে মিষ্টি দিতে হবে। এইভাবে দ্বিতীয় ও তৃতীয় বছর করে চতুর্থ বছর বৈশাখ-সংক্রান্তির দিন চারজন সধবাকে পা ধুইয়ে আলতা, সিঁদুর পরিয়ে পরিতৃপ্ত করে খাওয়াতে হবে এবং তাদের প্রত্যেককে দিতে হবে নোয়া, সিঁদুর-চুপড়ি, আরশি, চিরুনি, কড়, রুলি, সিঁদুর কৌটা, পাখা ও লালপাড় শাড়ি।
যাকে দিয়ে প্রথম ব্রত নেওয়া হয় তাকে সোনার নোয়া, রুপোর সিঁদুর কৌটা, আলতা, মাথাঘষা, সিঁদুর-চুপড়ি, শাঁখা, আরশি, চিরুনি, শাড়ি ও রুপোর টাকা দক্ষিণা দিতে হবে।
অক্ষম হলে অন্য এয়োদের শুধু দক্ষিণা, সিঁদুর-চুপড়ি, আলতা, মাথাঘষা ও মিষ্টি হাতে দিলেও চলবে।
নিৎ-সিঁদুর ব্রত সমাপ্ত।