পাঠক যে ভার নিলে সংগত হয় লেখকের প্রতি সে ভার দেওয়া চলে না। নিজের রচনা উপলক্ষে আত্মবিশ্লেষণ শোভন হয় না। তাকে অন্যায় বলা যায় এইজন্যে যে, নিতান্ত নৈর্ব্যক্তিক ভাবে এ কাজ করা অসম্ভব –এইজন্য নিষ্কাম বিচারের লাইন ঠিক থাকে না। প্রকাশক জানতে চেয়েছেন নৌকাডুবি লিখতে গেলুম কী জন্যে। এ-সব কথা দেবা ন জানন্তি কুতো মনুষ্যা:। বাইরের খবরটা দেওয়া যেতে পারে, সে হল প্রকাশকের তাগিদ। উৎসটা গভীর ভিতরে, গোমুখী তো উৎস নয়। প্রকাশকের ফরমাশকে প্রেরণা বললে বেশি বলা হয়। অথচ তা ছাড়া বলব কী? গল্পটায় পেয়ে-বসা আর প্রকাশকে পেয়ে-বসা সম্পূর্ণ আলাদা কথা। বলা বাহুল্য ভিতরের দিকে গল্পের তাড়া ছিল না। গল্পলেখার পেয়াদা যখন দরজা ছাড়ে না তখন দায়ে পড়ে ভাবতে হল কী লিখি। সময়ের দাবি বদলে গেছে। একালে গল্পের কৌতূহলটা হয়ে উঠেছে মনোবিকলনমূলক। ঘটনা-গ্রন্থন হয়ে পড়েছে গৌণ। তাই অস্বাভাবিক অবস্থায় মনের রহস্য সন্ধান করে নায়ক-নায়িকার জীবনে প্রকাণ্ড একটা ভুলের দম লাগিয়ে দেওয়া হয়েছিল –অত্যন্ত নিষ্ঠুর কিন্তু ঔৎসুক্যজনক। এর চরম সাইকলজির প্রশ্ন হচ্ছে এই যে, স্বামীর সম্বন্ধের নিত্যতা নিয়ে যে সংস্কার-আমাদের দেশের সাধারণ মেয়েদের মনে আছে তার মূল এত গভীর কি না যাতে অজ্ঞানজনিত প্রথম ভালোবাসার জালকে ধিক্কারের সঙ্গে সে ছিন্ন করতে পারে। কিন্তু এ-সব প্রশ্নের সর্বজনীন উত্তর সম্ভব নয়। কোনো একজন বিশেষ মেয়ের মনে সমাজের চিরকালীন সংস্কার দুর্নিবাররূপে এমন প্রবল হওয়া অসম্ভব নয় যাতে অপরিচিত স্বামীর সংবাদমাত্রেই সকল বন্ধন ছিঁড়ে তার দিকে ছুটে যেতে পারে। বন্ধনটা এবং সংস্কারটা দুই সমান দৃঢ় হয়ে যদি নারীর মনে শেষ পর্যন্ত দুই পক্ষের অস্ত্র-চালাচালি চলত তা হলে গল্পের নাটকীয়তা হতে পারত সুতীব্র, মনে চিরকালের মতো দেগে দিত তার ট্র্যাজিক শোচনীয়তার ক্ষতচিহ্ন। ট্র্যাজেডির সর্বপ্রধান বাহন হয়ে রইল হতভাগ্য রমেশ –তার দু:খকরতা প্রতিমুখী মনোভাবের বিরুদ্ধতা নিয়ে তেমন নয় যেমন ঘটনাজালের দুর্মোচ্য জটিলতা নিয়ে। এই কারণে বিচারক যদি রচয়িতাকে অপরাধী করেন আমি উত্তর দেব না। কেবল বলব গল্পের মধ্যে যে অংশে বর্ণনায় এবং বেদনায় কবিত্বের স্পর্শ লেগেছে সেটাতে যদি রসের অপচয় না ঘটে থাকে তা হলে সমস্ত নৌকাডুবি থেকে সেই অংশে হয়তো কবির খ্যাতি কিছু কিছু বাঁচিয়ে রাখতে পারে। কিন্তু এও অসংকোচে বলতে পারি নে, কেননা রুচির দ্রুত পরিবর্তন চলেছে।
Related Chapters
- সূচনা
- নৌকাডুবি ০১
- নৌকাডুবি ০২
- নৌকাডুবি ০৩
- নৌকাডুবি ০৪
- নৌকাডুবি ০৫
- নৌকাডুবি ০৬
- নৌকাডুবি ০৭
- নৌকাডুবি ০৮
- নৌকাডুবি ০৯
- নৌকাডুবি ১০
- নৌকাডুবি ১১
- নৌকাডুবি ১২
- নৌকাডুবি ১৩
- নৌকাডুবি ১৪
- নৌকাডুবি ১৫
- নৌকাডুবি ১৬
- নৌকাডুবি ১৭
- নৌকাডুবি ১৮
- নৌকাডুবি ১৯
- নৌকাডুবি ২০
- নৌকাডুবি ২১
- নৌকাডুবি ২২
- নৌকাডুবি ২৩
- নৌকাডুবি ২৪
- নৌকাডুবি ২৫
- নৌকাডুবি ২৬
- নৌকাডুবি ২৭
- নৌকাডুবি ২৮
- নৌকাডুবি ২৯
- নৌকাডুবি ৩০
- নৌকাডুবি ৩১
- নৌকাডুবি ৩২
- নৌকাডুবি ৩৩
- নৌকাডুবি ৩৪
- নৌকাডুবি ৩৫
- নৌকাডুবি ৩৬
- নৌকাডুবি ৩৭
- নৌকাডুবি ৩৮
- নৌকাডুবি ৩৯
- নৌকাডুবি ৪০
- নৌকাডুবি ৪১
- নৌকাডুবি ৪২
- নৌকাডুবি ৪৩
- নৌকাডুবি ৪৪
- নৌকাডুবি ৪৫
- নৌকাডুবি ৪৬
- নৌকাডুবি ৪৭
- নৌকাডুবি ৪৮
- নৌকাডুবি ৪৯
- নৌকাডুবি ৫০
- নৌকাডুবি ৫১
- নৌকাডুবি ৫২
- নৌকাডুবি ৫৩
- নৌকাডুবি ৫৪
- নৌকাডুবি ৫৫
- নৌকাডুবি ৫৬
- নৌকাডুবি ৫৭
- নৌকাডুবি ৫৮
- নৌকাডুবি ৫৯
- নৌকাডুবি ৬০
- নৌকাডুবি ৬১
- নৌকাডুবি ৬২ (শেষ)