কোনও স্থানে, মৃত হরিণশিশু পতিত দেখিয়া, এক সিংহ ও এক ভালুক, উভয়েই কহিতে লাগিল, এ হরিণশিশু আমার। ক্রমে বিবাদ উপস্থিত হইয়া, উভয়ের যুদ্ধ উপস্থিত হইল। অনেক ক্ষণ যুদ্ধ হওয়াতে, উভয়েই অতিশয় ক্লান্ত ও নিতান্ত নির্জীব হইয়া পড়িল; উভয়েরই আর নড়িবার ক্ষমতা রহিল না। এই সুযোেগ পাইয়া, এক শৃগাল আসিয়া, মৃত হরিণশিশু মুখে করিয়া, নির্বিঘ্নে চলিয়া গেল। তখন তাহারা উভয়ে, আক্ষেপ করিয়া, কহিতে লাগিল, আমরা অতি নির্বোধ, সর্ব্ব শরীর ক্ষতবিক্ষত করিয়া, এবং নিতান্ত নির্জীব হইয়া, এক ধূর্ত্তের আহারের যোগাড় করিয়া দিলাম।
Related Chapters
- ভূমিকা
- শৃগাল ও দ্রাক্ষাফল
- বাঘ ও বক
- দাঁড়কাক ও ময়ূরপুচ্ছ
- শিকারি কুকুর
- অশ্ব ও অশ্বপাল
- সর্প ও কৃষক
- কুকুর ও প্রতিবিম্ব
- ব্যাঘ্র ও মেষশাবক
- মাছি ও মধুর কলসী
- কুকুর, কুক্কুট ও শৃগাল
- চালক ও চক্র
- ব্যাঘ্র ও পালিত কুকুর
- সিংহ ও ইঁদুর
- রাখাল ও ব্যাঘ্র
- শৃগাল ও কৃষক
- কাক ও জলের কলসী
- উদর ও অন্যান্য অবয়ব
- একচক্ষু হরিণ
- নেকড়ে বাঘ ও মেষের পাল
- দুই পথিক ও ভালুক
- বিধবা ও কুক্কুটী
- সিংহ, গর্দ্দভ ও শৃগালের শিকার
- খরগস ও শিকারী কুকুর
- খরগস ও কচ্ছপ
- কৃষক ও কৃষকের পুত্রগণ
- বৃদ্ধা নারী ও চিকিৎসক
- কৃষক ও সারস
- গৃহস্থ ও তাহার পুত্রগণ
- কচ্ছপ ও ঈগলপক্ষী
- অশ্ব ও অশ্বারোহী
- কুক্কুরদষ্ট মনুষ্য
- ভল্লুক ও শৃগাল
- পথিকগণ ও বটবৃক্ষ
- কুঠার ও জলদেবতা
- বৃষ ও মশক
- রোগী ও চিকিৎসক
- ইঁদুরের পরামর্শ
- সিংহ ও মহিষ
- চোর ও কুকুর
- লাঙ্গুলহীন শৃগাল
- সারসী ও তাহার শিশুসন্তান
- পথিক ও কুঠার
- পক্ষী ও শাকুনিক
- দুঃখী বৃদ্ধ ও যম
- ঈগল ও দাঁড়কাক
- হরিণ ও দ্রাক্ষালতা
- সিংহ, শৃগাল ও গর্দ্দভ
- কৃপণ
- সিংহ, ভালুক ও শৃগাল