একদা, গ্রীষ্ম কালে, কতিপয় পথিক, মধ্যাহ্ন সময়ের রৌদ্রে, অতিশয় তাপিত ও নিতান্ত ক্লান্ত হইয়া পড়িল। নিকটে একটি বট গাছ দেখিতে পাইয়া, তাহারা উহার তলে উপস্থিত হইল, এবং, শীতল ছায়ায় বসিয়া, বিশ্রাম করিতে লাগিল। কিয়ৎ ক্ষণের মধ্যেই, তাহাদের শরীর শীতল, ও ক্লান্তি দূর হইল। তখন তাহারা নানাবিধ কথোপকথন করিতে লাগিল। তাহাদের মধ্যে এক জন, কিয়ৎ ক্ষণ নিরীক্ষণ করিয়া, কহিল, দেখ ভাই! এ গাছ কোনও কাজের নয়; না ইহাতে ভাল ফুল হয়, না ইহাতে ভাল ফল হয়। বলিতে কি, ইহা মানুষের কোনও উপকারে লাগে না। এই কথা শুনিয়া, বটবৃক্ষ কহিল, মানুষ বড় অকৃতজ্ঞ; যে সময়ে, আমার আশ্রয় লইয়া, উপকার ভোগ করিতেছে, সেই সময়েই, আমি মানুষের কোনও উপকারে লাগি না বলিয়া, অম্লান মুখে আমায় গালি দিতেছে।
Related Chapters
- ভূমিকা
- শৃগাল ও দ্রাক্ষাফল
- বাঘ ও বক
- দাঁড়কাক ও ময়ূরপুচ্ছ
- শিকারি কুকুর
- অশ্ব ও অশ্বপাল
- সর্প ও কৃষক
- কুকুর ও প্রতিবিম্ব
- ব্যাঘ্র ও মেষশাবক
- মাছি ও মধুর কলসী
- কুকুর, কুক্কুট ও শৃগাল
- চালক ও চক্র
- ব্যাঘ্র ও পালিত কুকুর
- সিংহ ও ইঁদুর
- রাখাল ও ব্যাঘ্র
- শৃগাল ও কৃষক
- কাক ও জলের কলসী
- উদর ও অন্যান্য অবয়ব
- একচক্ষু হরিণ
- নেকড়ে বাঘ ও মেষের পাল
- দুই পথিক ও ভালুক
- বিধবা ও কুক্কুটী
- সিংহ, গর্দ্দভ ও শৃগালের শিকার
- খরগস ও শিকারী কুকুর
- খরগস ও কচ্ছপ
- কৃষক ও কৃষকের পুত্রগণ
- বৃদ্ধা নারী ও চিকিৎসক
- কৃষক ও সারস
- গৃহস্থ ও তাহার পুত্রগণ
- কচ্ছপ ও ঈগলপক্ষী
- অশ্ব ও অশ্বারোহী
- কুক্কুরদষ্ট মনুষ্য
- ভল্লুক ও শৃগাল
- পথিকগণ ও বটবৃক্ষ
- কুঠার ও জলদেবতা
- বৃষ ও মশক
- রোগী ও চিকিৎসক
- ইঁদুরের পরামর্শ
- সিংহ ও মহিষ
- চোর ও কুকুর
- লাঙ্গুলহীন শৃগাল
- সারসী ও তাহার শিশুসন্তান
- পথিক ও কুঠার
- পক্ষী ও শাকুনিক
- দুঃখী বৃদ্ধ ও যম
- ঈগল ও দাঁড়কাক
- হরিণ ও দ্রাক্ষালতা
- সিংহ, শৃগাল ও গর্দ্দভ
- কৃপণ
- সিংহ, ভালুক ও শৃগাল