এক অশ্ব একাকী এক মাঠে চরিয়া বেড়াইত। কিছু দিন পরে, এক হরিণ, সেই মাঠে আসিয়া, চরিতে আরম্ভ করিল, এবং, ইচ্ছামত ঘাস খাইয়া, অবশিষ্ট ঘাস নষ্ট করিয়া ফেলিতে লাগিল। তাহাতে, অশ্বের আহার বিষয়ে, অতিশয় অসুবিধা ঘটিল। অশ্ব হরিণকে জব্দ করিবার চেষ্টা পাইতে লাগিল, কিন্তু কিছুতেই কিছু করিতে পারিল না। অবশেষে, সে এক মনুষ্যকে নিকটে দেখিয়া কহিল, ভাই! এই হরিণ আমার বড় অপকার করিতেছে, ইহাকে সমুচিত শাস্তি দিতে হইবেক। যদি এ বিষয়ে সাহায্য কর, তাহা হইলে, আমার যথেষ্ট উপকার হয়। তখন মনুষ্য কহিল, ইহার ভাবনা কি। তুমি আমায়, তোমার মুখে লাগাম দিয়া, পিঠে উঠিতে দাও, তাহা হইলেই, আমি অস্ত্র লইয়া তোমার শত্রুর দমন করিতে পারিব। অশ্ব সম্মত হইল। মনুষ্য তৎক্ষণাৎ তাহার পৃষ্ঠে আরোহণ করিল; কিন্তু, হরিণের দমন করিতে না গিয়া, অশ্বকে আপন আলয়ে লইয়া গেল। তদবধি, অশ্বগণ মনুষ্যজাতির বাহন হইল।
Related Chapters
- ভূমিকা
- শৃগাল ও দ্রাক্ষাফল
- বাঘ ও বক
- দাঁড়কাক ও ময়ূরপুচ্ছ
- শিকারি কুকুর
- অশ্ব ও অশ্বপাল
- সর্প ও কৃষক
- কুকুর ও প্রতিবিম্ব
- ব্যাঘ্র ও মেষশাবক
- মাছি ও মধুর কলসী
- কুকুর, কুক্কুট ও শৃগাল
- চালক ও চক্র
- ব্যাঘ্র ও পালিত কুকুর
- সিংহ ও ইঁদুর
- রাখাল ও ব্যাঘ্র
- শৃগাল ও কৃষক
- কাক ও জলের কলসী
- উদর ও অন্যান্য অবয়ব
- একচক্ষু হরিণ
- নেকড়ে বাঘ ও মেষের পাল
- দুই পথিক ও ভালুক
- বিধবা ও কুক্কুটী
- সিংহ, গর্দ্দভ ও শৃগালের শিকার
- খরগস ও শিকারী কুকুর
- খরগস ও কচ্ছপ
- কৃষক ও কৃষকের পুত্রগণ
- বৃদ্ধা নারী ও চিকিৎসক
- কৃষক ও সারস
- গৃহস্থ ও তাহার পুত্রগণ
- কচ্ছপ ও ঈগলপক্ষী
- অশ্ব ও অশ্বারোহী
- কুক্কুরদষ্ট মনুষ্য
- ভল্লুক ও শৃগাল
- পথিকগণ ও বটবৃক্ষ
- কুঠার ও জলদেবতা
- বৃষ ও মশক
- রোগী ও চিকিৎসক
- ইঁদুরের পরামর্শ
- সিংহ ও মহিষ
- চোর ও কুকুর
- লাঙ্গুলহীন শৃগাল
- সারসী ও তাহার শিশুসন্তান
- পথিক ও কুঠার
- পক্ষী ও শাকুনিক
- দুঃখী বৃদ্ধ ও যম
- ঈগল ও দাঁড়কাক
- হরিণ ও দ্রাক্ষালতা
- সিংহ, শৃগাল ও গর্দ্দভ
- কৃপণ
- সিংহ, ভালুক ও শৃগাল