এক একচক্ষু হরিণ, সতত, নদীর তীরে চরিয়া বেড়াইত। নদীর দিকে ব্যাধ আসিবার আশঙ্কা নাই, এই স্থির করিয়া, নিশ্চিন্ত হইয়া, স্থলের দিকে ব্যাধ আসিবার ভয়ে, সতত সেই দিকে দৃষ্টি রাখিত। দৈবযোগে, এক দিবস, কোনও ব্যাধ নৌকায় চড়িয়া যাইতেছিল। সে, দূর হইতে, ঐ হরিণকে চরিতে দেখিয়া, উহাকে লক্ষ্য করিয়া, শরনিক্ষেপ করিল। হরিণ, মনে মনে এই ভাবিয়া, প্রাণত্যাগ করিল, আমি, যে দিকে বিপদের আশঙ্কা করিয়া, সর্ব্বদা সতর্ক থাকিতাম, সে দিকে বিপদের কোনও কারণ উপস্থিত হইল না; কিন্তু, যে দিকে বিপদের আশঙ্কা নাই ভাবিয়া, নির্ভাবনায় ছিলাম, সেই দিক হইতেই, শত্রু আসিয়া আমার প্রাণসংহার করিল।
Related Chapters
- ভূমিকা
- শৃগাল ও দ্রাক্ষাফল
- বাঘ ও বক
- দাঁড়কাক ও ময়ূরপুচ্ছ
- শিকারি কুকুর
- অশ্ব ও অশ্বপাল
- সর্প ও কৃষক
- কুকুর ও প্রতিবিম্ব
- ব্যাঘ্র ও মেষশাবক
- মাছি ও মধুর কলসী
- কুকুর, কুক্কুট ও শৃগাল
- চালক ও চক্র
- ব্যাঘ্র ও পালিত কুকুর
- সিংহ ও ইঁদুর
- রাখাল ও ব্যাঘ্র
- শৃগাল ও কৃষক
- কাক ও জলের কলসী
- উদর ও অন্যান্য অবয়ব
- একচক্ষু হরিণ
- নেকড়ে বাঘ ও মেষের পাল
- দুই পথিক ও ভালুক
- বিধবা ও কুক্কুটী
- সিংহ, গর্দ্দভ ও শৃগালের শিকার
- খরগস ও শিকারী কুকুর
- খরগস ও কচ্ছপ
- কৃষক ও কৃষকের পুত্রগণ
- বৃদ্ধা নারী ও চিকিৎসক
- কৃষক ও সারস
- গৃহস্থ ও তাহার পুত্রগণ
- কচ্ছপ ও ঈগলপক্ষী
- অশ্ব ও অশ্বারোহী
- কুক্কুরদষ্ট মনুষ্য
- ভল্লুক ও শৃগাল
- পথিকগণ ও বটবৃক্ষ
- কুঠার ও জলদেবতা
- বৃষ ও মশক
- রোগী ও চিকিৎসক
- ইঁদুরের পরামর্শ
- সিংহ ও মহিষ
- চোর ও কুকুর
- লাঙ্গুলহীন শৃগাল
- সারসী ও তাহার শিশুসন্তান
- পথিক ও কুঠার
- পক্ষী ও শাকুনিক
- দুঃখী বৃদ্ধ ও যম
- ঈগল ও দাঁড়কাক
- হরিণ ও দ্রাক্ষালতা
- সিংহ, শৃগাল ও গর্দ্দভ
- কৃপণ
- সিংহ, ভালুক ও শৃগাল