উত্তর-চলচ্চিন্তা

উত্তর-চলচ্চিন্তা (প্রবন্ধাবলী) – রাজশেখর বসু

রাজশেখর বসুর নিজ সংকলিত তৃতীয় ও শেষ প্রবন্ধ সংগ্রহ চলচ্চিন্তা– শিক্ষার আদর্শ ইত্যন্ত দশটি রচনা নিয়ে–প্রথম প্রকাশ করেন মিত্র ও ঘোষএর পক্ষে শ্রীসবিতেন্দ্রনাথ রায় ১৩৬৫ বঙ্গাব্দে (১৮৮০ শক)। এর পর আরও আটটি প্রবন্ধ প্রকাশিত হলেও তা অগ্রন্থিত ছিল। ১৩৬৭তে রাজশেখরের মৃত্যুর পর এই আটটি ও আরও দুটি পূর্বতন অগ্রন্থিত প্রবন্ধ (সাহিত্য সংস্কার এবং তামাক ও বড় তামাক) যোগ করে চলচ্চিন্তার দ্বিতীয় সংস্করণ প্রকাশ করেন ভানুবাবু।
বর্তমান–এই প্রায় সমগ্র সংগ্রহে চলচ্চিন্তার আদি সংকলন রাখা হয়েছে। চলচ্চিন্তোত্তর আটটি প্রবন্ধ, ও পরে খুঁজে পাওয়া জীবনের শেষ রচনা রবীন্দ্রকাব্যবিচার কালানুক্রমিক গ্রথিত হল এই উত্তরখণ্ডে।
পূর্বোক্ত অন্য দুটি, ও আরও যা রচনা উদ্ধার করা সম্ভব হয়েছে তার অন্তর্ভুক্তি পঞ্চম ও শেষ অধ্যায়–বিবিধ রচনায়। –স:।


© 2024 পুরনো বই