ভূমিকা

শর্ম্মিষ্ঠা নাটক

নাট্যোল্লিখিত ব্যক্তিগণ

পুরুষগণ

যযাতি, মাধব্য (বিদূষক), রাজমন্ত্রী, শুক্রাচার্য্য, কপিল (ভস্য শিষ্য), বকাসুর, অন্য একজন দৈত্য, একজন ব্রাহ্মণ, দৌবারিক, নাগরিকগণ, সভাসদগণ ইত্যাদি।

স্ত্রীগণ

দেবযানী, শৰ্ম্মিষ্ঠা, পূর্ণিকা (দেবযানীর সখী), দেবিকা (শৰ্ম্মিষ্ঠার সখী), নটী, একজন পরিচারিকা, দুই জন চেটী।


প্রস্তাবনা

রাগিণী খাম্বাজ, তাল মধ্যমান।

মরি হায়, কোথা লে সুখের সময়,
যে সময দেশময় নাট্যরস সবিশেষ ছিল রসময়।
শুনগো ভারত-ভূমি,          কত নিদ্রা যাবে তুমি,
আর নিদ্রা উচিত না হয়।
উঠ, ত্যজ ঘুমঘোর,           হইল, হইল ভোর,
দিনকর প্রাচীতে উদয়।
কোথা বাল্মীকি, ব্যাস,           কোথা তব কালিদাস,
কোথা ভবভূতি মহোদয়।
অলীক কুনাট্য-রঙ্গে           মজে লোক রাঢ়ে বঙ্গে,
নিরখিয়া প্রাণে নাহি সয়।
সুধারস অনাদরে           বিষ-বারি পান করে,
তাহে হয় তনু-মনঃক্ষয়।
মধু বলে জাগো মাগো,           বিভুস্থানে এই মাগ,
সুরসে প্রবৃত্ত হউক তব তনয় নিচয় ॥


মঙ্গলাচরণ

মদেকসদয়বর
শ্ৰীল শ্রীযুক্ত রাজা প্রতাপচন্দ্র সিংহ বাহাদূর,।
তথা
শ্ৰীল শ্ৰীযুক্ত রাজা ঈশ্বরচন্দ্র সিংহ বাহাদূর,
মহোদয়েযু।
নমস্কার পুরঃসর নিবেদনমিদং।
আমি এই দৈত্যরাজবাল শৰ্ম্মিষ্ঠাকে মহাশয়দিগকে অর্পণ করিতেছি। যদ্যপি ইনি আপনাদের এবং শ্রোতৃবর্গের অনুগ্রহের উপযুক্ত পাত্রী হয়েন, তবে আমার পরিশ্রম সফল হইবে এবং আমিও কৃতকাৰ্য্য হইব।
মহাশয়দিগের বিদ্যানুরাগে এ দেশের যে কি পৰ্য্যন্ত উপকার হইতেছে, তাহা আমার বলা বাহুল্য। আমি এই প্রার্থনা করি যে, আপনাদিগের দেশহিতৈষিতাদি গুণরাগে এ ভারতভুমি যেন বিদ্যাবিষয়ক স্বীয় প্রাচীন ঐ পুনৰ্দ্ধারণ করেন ইতি।

শ্ৰীমাইকেল মধুসূদন দত্তস্য
১৫ই পৌষ, সন ১২৬৫ সাল।
কলিকাতা।


© 2025 পুরনো বই