‘কবিতা’কে

‘কবিতা’কে

জন্মাবার পরে
সবাই ট্যাঁ ট্যাঁ করে।
কিন্তু খোট্টা দেশের এক মেয়ে
ভূমিষ্ঠ হয়েই চক্ষু চেয়ে
বললে বাহা বাহা রে
কাঁহা হাম আয়া রে!
ফুল ফল গাছ পালা
খেত খামার নদী নালা
গাই ভঁইস বকড়ি
ঘুঁটে কয়লা লকড়ি—
যা দেখছি সবই তা
বিরাট একটি কবিতা।’
গতিক দেখে সেই থেকে তাকে
সবাই ‘কবিতা’ বলেই ডাকে॥
এক দাদাশ্বশুর
২০।১০।৪৪


© 2025 পুরনো বই