বনফুল

বনফুল

হে ডাক্তার চিরিয়াছ বহু কলেবর,
যন্ত্রযোগে দেখিয়াছ সূক্ষ দেহকলা,
সূক্ষতর লঘুজীব রোগের নিদান।
কুতূহলী মন তব মানে নাই সীমা,
শুষ্ক প্যাথোলজি তাই ছাড়ি ক্ষণে ক্ষণে
ছুটিয়াছ প্রফেশন-বহির্ভূত পথে।
মানবচরিত্র মাঝে করেছ মৃগয়া,
সুখদুঃখ হাসিকান্না রাগদ্বেষ যেথা
দ্বন্ধ করে নিরন্তর। ধরিয়া আনিয়া
অগণিত নিদর্শন, লিপির কৌশলে
রচিয়াছ বহুবিধ বিচিত্র স্লাইড।
শ্রীমধুসূদন যথা ব্যবহারজীবী,
বঙ্কিম ডেপুটি যথা, রবি জমিদার।
তেমনি ভিষক তুমি বিধির বিপাকে
নেশা তব মানিল না পেশার বাঁধন,
বনফুল দিল চাপা বলাই ডাক্তারে॥

রা.ব. – ২২।৬।৪২


© 2025 পুরনো বই