কৈলাসশিখর মধ্যে যত ধাতু ছিল

কৈলাসশিখর মধ্যে যত ধাতু ছিল,
তার মধ্যে স্বর্ণ আসি লৌহেরে নিন্দিল ।
প্লাটিনম বলে—ওরে সোনা তুই থাম,
তোর চেয়ে আমার যে তিনগুণ দাম।
রেগে বলে রেডিয়ম—ওরে হরিজন,
মোর এক ডেসিগ্রামে তোদের দু টন।
ভাবে ডিম্ববর্তী এক ক্ষুদ্র পিপীলিকা—
আঁটকুড়ো বেটাদের কিবা অহমিকা ।।

–/৬/৪২


© 2025 পুরনো বই