কালিপদ ডলিকোসেফালিক

কালিপদ ডলিকোসেফালিক,
বউ তার ব্রাকিসেফালিকা;
কালো দাঁতে হাসে ফিকফিক
খাঁদা নাক উটকপালিকা।
কালিপদ দীর্ঘকপালিক
মন দুখে হ’ল কাপালিক
বলি দিল হাজার শালিক
মন্দিরের হইল মালিক
বসাইল দেবী কংকালিকা।
তার পর মোটর চালিকা
এল এক নেপালি বালিকা
চটপটে, অতি আধুনিকা
বলিল সে—আমি সাবালিকা
কর মোরে তব কাপালিকা।
কালিপদ দীর্ঘকরোটিক
মাথা তার হইল বেঠিক
বুঝিল না এই নেপালিকা
তারই বউ ব্রাকিসেফালিকা
রং মেখে সেজে আধুনিকা॥


© 2025 পুরনো বই