ভাল আমি নাহি বাসি নামজাদা ফুল,—
নারীর আদর পেয়ে যারা হয় ধন্য,
ফুলের বাজারে যারা হইয়াছে পণ্য,
কবিরা যাদের নিয়ে করে হুলস্থূল।
বিলাসীর কিন্তু যারা অতি চক্ষুশূল,
রূপে গন্ধে ফুল মাঝে যাহারা নগণ্য,
বসন্ত কি কন্দর্পের যারা নয় সৈন্য,
যার দিকে কভু নাহি ঝোঁকে অলিকুল,—
আমি খুঁজি সেই ফুল, হইয়া বিহ্বল,
যাহার অন্তরে আছে গন্ধ-হলাহল।
নয়নের পাতে যার আছে ঘুমঘোর,
চির দিবাস্বপ্নে যারা আছে মশ্গুল।
তাদের নেশায় আমি হতে চাই ভোর,—
ভালবাসি তাই আমি ধুতুরার ফুল॥
Related Chapters
- সনেট
- ভাষ
- জয়দেব
- ভর্ত্তৃহরি
- চোরকবি
- বসন্তসেনা
- পত্রলেখা
- তাজমহল
- বাঙ্গলার যমুনা
- BERNARD SHAW
- বালিকা-বধূ
- বন্ধুর প্রতি
- ব্যর্থজীবন
- মানব-সমাজ
- হাসি ও কান্না
- ধরণী
- কাঁঠালী চাঁপা
- করবী
- কাঠ-মল্লিকা
- রজনীগন্ধা
- গোলাপ
- ধুতুরার ফুল
- অপরাহ্ন
- ব্যৰ্থ বৈরাগ্য
- অন্বেষণ
- আত্মপ্রকাশ
- বিশ্বরূপ
- শিব
- বিশ্ব-ব্যাকরণ
- বিশ্বকোষ
- সুরা
- রূপক
- একদিন
- ভুল
- হাসি
- রোগ-শয্যা
- মুষ্কিল-আশান
- বাহার
- পূরবী
- শিখা ও ফুল
- গজল
- পাষাণী
- প্রিয়া
- পরিচয়
- ফুলের ঘুম
- স্মৃতি
- প্রতিমা
- উপদেশ
- স্বপ্ন-লঙ্কা
- আত্মকথা