ধাত্রী দেবতা – উপন্যাস – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। গ্রামীণ বাংলার গণচেতনার উন্মেষ ও বিকাশের নানা স্তরগুলির অন্তরঙ্গ ছবি ফুটে উঠেছে এই ধাত্রী দেবতা উপন্যাসে, সঙ্গে পর্ব থেকে পর্বান্তরে যাবার যে মানসিক দ্বন্দ্ব ঘটে তার ছবিও।
Related Chapters
- ধাত্রী দেবতা
- ০১. বাংলা দেশের কৃষ্ণাভ কোমল উর্বর ভূমি
- ০২. পরদিন বেলা আটটা
- ০৩. সন্ধ্যায় নিচের তলার
- ০৪. পরদিন প্রাতঃকালে
- ০৫. বাঁড়ুজ্জেরা ক্ষুদ্র জমিদার
- ০৬. বিবাহ নির্বিঘ্নে শেষ হইয়া গেল
- ০৭. খাজনা আদায়ের ব্যবস্থা
- ০৮. দিন-তিনেক পরের কথা
- ০৯. শিবুকে লইয়া পিসিমা বাড়িতে ফিরিলেন
- ১০. ঘটনাটা হয়ত সামান্য
- ১১. পিসিমার একাগ্র সতৃষ্ণ দৃষ্টি
- ১২. শিবুর মায়ের কথাই থাকিল
- ১৩. শৈলজা-ঠাকুরানীই বিচার করিলেন
- ১৪. ফ্যালা ডোম মারা গিয়াছে
- ১৫. সুশীল মেডিক্যাল কলেজের ছাত্র
- ১৬. বিষয়-সম্পত্তির দিকে
- ১৭. মাসখানেক পর
- ১৮. শৈলজা-ঠাকুরানী
- ১৯. শ্রাবণের শেষ
- ২০. রামকিঙ্করবাবু
- ২১. শিবনাথ বিস্ময় কাটাইয়া
- ২২. গন্তব্য স্থানে তাহারা গিয়া পৌঁছিল
- ২৩. জ্যোতির্ময়ী যেন শিবনাথের প্রতীক্ষাতেই
- ২৪. গৌরী প্রণাম করিতে উদ্যত হইতেই
- ২৫. কয়দিন পর
- ২৬. ফাল্গুনের প্রথম
- ২৭. মাস চারেক পরের কথা
- ২৮. রাখাল সিং
- ২৯. গভীর রাত্রিতেও শিবনাথ বিনিদ্র
- ৩০. পরদিন প্ৰভাতে
- ৩১. আড়াই বৎসর পর
- ৩২. গরুরগাড়িতে
- ৩৩. কলিকাতার অবস্থা
- ৩৪. একটি শোকাতুর মৌনতার মধ্যে
- ৩৫. লোহার দরজাটা