গণদেবতা – উপন্যাস – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সমাজের কেন্দ্ৰমূল যে গ্রাম্যজীবন সে জীবনের মহাকাব্য রচনায় তারাশঙ্করের কালজয়ী ক্ষমতা তাঁকে গণদেবতার মতো উপন্যাস লিখিয়েছে। ভারতের সর্বাধিক অর্থমূল্যের সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কারের প্রবর্তনা বছরেই ১৯৬৬-তে এই গ্রন্থের জন্য তাঁকে পুরস্কৃত করা হয়েছিল।
Related Chapters
- গণদেবতা
- ০১. কারণ সামান্যই
- ০২. ফসলশূন্য ক্ষেত্ৰখানা
- ০৩. এক ছিলিম তামাক
- ০৪. বিস্তীর্ণ পঞ্চগ্রামের মাঠ
- ০৫. যমজ ভাইয়ের ক্ষেত্রে
- ০৬. হরু ঘোষালের আধখানা দাড়ি
- ০৭. পাতুর ঘরের আগুন
- ০৮. দুৰ্গা বেশ সুশ্রী সুগঠন মেয়ে
- ০৯. গোটা পাড়াটা পোড়াইয়া
- ১০. ভূপাল চৌকিদার
- ১১. নবান্নের ঘটনা
- ১২. অগ্রহায়ণ সংক্রান্তিতে ইতুলক্ষ্মী
- ১৪. আকাশের ভোরের আলো
- ১৫. পদ্মের মূৰ্ছা
- ১৬. পৌষ-লক্ষ্মী অর্থাৎ পৌষ-পার্বণ
- ১৭. দেবু ঘোষের বিরুদ্ধে অভিযোগ
- ১৮. এক বৎসরেরও বেশি সময়
- ১৯. শিবকালীপুরের অদ্ভুত এক রূপ
- ২০. ফাল্গুনের আট চৈত্রের আট
- ২১. চাষ আর বাস
- ২২. অশোক-ষষ্ঠীর দিন
- ২৩. হরেন ঘোষালের উত্তেজনা
- ২৪. যতীনের মনের অবস্থা বিচিত্র
- ২৫. ঢাকের বাজনার শব্দ
- ২৬. বিপদ হইল পদ্মকে লইয়া
- ২৭. শুভ নববর্ষ
- ২৮. ঢাক বাজিতেছে