গণদেবতা

 গণদেবতা – উপন্যাস – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সমাজের কেন্দ্ৰমূল যে গ্রাম্যজীবন সে জীবনের মহাকাব্য রচনায় তারাশঙ্করের কালজয়ী ক্ষমতা তাঁকে গণদেবতার মতো উপন্যাস লিখিয়েছে। ভারতের সর্বাধিক অর্থমূল্যের সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কারের প্রবর্তনা বছরেই ১৯৬৬-তে এই গ্রন্থের জন্য তাঁকে পুরস্কৃত করা হয়েছিল।


© 2024 পুরনো বই