বিচারক – উপন্যাস – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বিচারের মানদণ্ড কি শুধুমাত্র আইনের নির্দেশ, নাকি বিচারকের মনের গভীরে আলো ফেলা বিচারবহির্ভূত অন্য কিছু? রায় নথিবদ্ধ করার মুহূর্তটি এক সন্ধিক্ষণ। কোনো মামলা বিচারের খুঁটিনাটি বিশ্লেষণের অন্তরালে কে হয় প্রকৃত নিয়ামক? খুনের মামলায় বিচারে সাজা তো চরম দণ্ড। বিচারকের মনের জটিল টানাপোড়েনের এক নিখুঁত প্রতিচ্ছবি লেখক এঁকেছেন নাতিবৃহৎ এই উপন্যাসে যেখানে লেখকের গভীর অন্তর্দৃষ্টির পরিচয় মেলে।