বর্ষ শেষ

শুনে রে আজব কথা, শুন বলি ভাই রে-
বছরের আয়ু দেখ বেশিদিন নাই রে।
ফেলে দিয়ে পুরাতন জীর্ণ এ খোলসে
নতুন বরষ আসে, কোথা হতে বল সে!
কবে যে দিয়েছে চাবি জগতের যন্ত্রে!
সেই দমে আজ চলে না জানি কি মন্ত্রে!
পাকে পাকে দিনরাত ফিরে আসে বার বার ।
ফিরে আসে মাস ঋতু- এ কেমন কারবার।
কোথা আসে কোথা যায় নাহি কোন উদ্দেশ,
হেসে খেলে ভেসে যায় কত দুর দুর দেশ।
রবি যায় শশী যায় গ্রহ তারা সব যায়,
বিনা কাঁটা কম্পাসে বিনা কল কব্জায় ।
ঘুর পাকে ঘুরে চলে ,চলে কত ছন্দে,
তালে তালে হেলে দুলে চলে রে আনন্দে।


© 2024 পুরনো বই