বললে গাধা মনের দুঃখ অনেকখানি ভেবে-
“বয়েস গেল খাটেতে খাটতে, বৃদ্ধ হলাম এবে,
কেউ করে না তোয়াজ তবু, সংসারের কি রীতি!
ইচ্ছে করে এক্ষুনি দিই কাজে কর্মে ইতি।
কোথাকার ঐ নোংরা কুকুর ,আদর যে তার কত –
যখন তখন ঘুমোচেছ সে লাটসাহেবের মত!
ল্যাজ নেড়ে যেই, ঘেউ ঘেউ ঘেউ, লাফিয়ে দাঁড়ায় কোলে,
মনিব আমার বোক্চন্দর্, আহ্লাদে যান গলে।
আমিও যদি সেয়ানা হতুম, আরামে চোখ মুদে
রোজ মনিবের মন ভোলাতুম আমি নেচে কুঁদে।
ঠ্যাং নাচাতুম , ল্যাজ দোলাতুম, গান শোনাতুম সাধা –
এ বুদ্ধিটা হয়নি আমার – সাধে কি বলে গাধা!
বুদ্ধি এঁটে বসল গাধা আহ্লাদে ল্যাজ নেড়ে,
নাচ্ল কত, গাইল কত, প্রাণের মায়া ছেড়ে।
তারপরেতে শেষটা ক্রমে স্ফুতি এল প্রাণে
চলল গাধা খোদ্ মনিবের ড্রয়িংরুমের পানে।
মনিবসাহেব ঝিমুচ্ছিলেন চেয়ারখানি জুড়ে,
গাধার গলার শব্দে হঠাৎ তন্দ্রা গেল উড়ে।
চম্কে উঠে গাধার নাচন যেমনি দেখেন চেয়ে,
হাসির চোটে সাহেব বুঝি মরেন বিষম খেয়ে।
ভাব্লে গাধা – এই তো মনিব জল হয়েছেন হেসে
এইবারে যাই আদর নিতে কোলের কাছে ঘেষে।
এই না ভেবে এক্কেবারে আহ্লাদেতে ক্ষেপে
চড়্ল সে তার হাটুর উপর দুই পা তুলে চেপে।
সাহেব ডাকেন ‘ত্রাহি ত্রাহি’ গাধাও ডাকে ‘ঘ্যাঁকো’,
অর্থাৎ কিনা কোলে চড়েছি, এখন আমায় দ্যাখো!
ডাক শুনে সব দৌড়ে এল ব্যস্ত হয়ে ছুটে ,
দৌড়ে এল চাকর বাকর মিস্ত্রী মজুর মুটে,
দৌড়ে এল পাড়ার লোকে ,দৌড়ে এল মালী –
কারুর হাতে ডান্ডা লাঠি কারু বা হাত খালী।
ব্যাপার দেখে অবাক সবাই ,চক্ষু ছানা বড়া –
সাহেব বললে, “উচিত মতন শাসন টি চাই কড়া।”
হাঁ হাঁ বলে ভীষন রকম উঠ্ল সবাই চটে।
দে দমাদম্ মারের চোটে গাধার চমক্ ছোটে।
ছুটল গাধা প্রাণের ভয়ে গানের তালিম ছেড়ে,
ছুটল পিছে একশো লোকে হুড়মুড়িয়ে তেড়ে।
তিন পা যেতে দশ ঘা পড়ে, রক্ত ওঠে মুখে –
কষ্টে শেষে রক্ষা পেলে কাঁটার ঝোপে ঢুকে।
কাঁটার ঘায়ে চামড়া গেল সার হল তার কাঁদা;
ব্যাপার শুনে বললে সবাই, “সাধে কি বলে গাধা”।
Related Chapters
- সূচনা
- জীবনী
- আবোল তাবোল
- অবাক কাণ্ড
- আবোল তাবোল
- আবোল তাবোল – ২
- আহ্লাদী
- একুশে আইন
- কাঁদুনে
- কাঠবুড়ো
- কাতুকুতু বুড়ো
- কি মুস্কিল
- কিম্ভুত
- কুম্ড়ো পটাশ
- খিচুড়ি
- খুড়োর কল
- গন্ধ বিচার
- গল্প বলা
- গানের গুঁতো
- গোঁফচুরি
- চোর ধরা
- ছায়া বাজি
- ট্যাঁশ গরু
- ঠিকানা
- ডানপিটে
- দাঁড়ে দাঁড়ে দ্রুম্
- নারদ! নারদ!
- নোট বই
- ন্যাড়া বেলতলায় যায় ক’বার
- পালোয়ান
- প্যাঁচা আর প্যাঁচানি
- ফসকে গেল
- বাবুরাম সাপুড়ে
- বিজ্ঞান শিক্ষা
- বুঝিয়ে বলা
- বুড়ীর বাড়ী
- বোম্বাগড়ের রাজা
- ভালরে ভাল
- ভুতুড়ে খেলা
- ভয় পেয়ো না
- রামগরুড়ের ছানা
- লড়াই ক্ষ্যাপা
- শব্দ কল্প দ্রুম্
- শুরু
- সাবধান
- সৎপাত্র
- হাত গণনা
- হাতুড়ে
- হুলোর গান
- খাই খাই
- দাঁড়ের কবিতা
- পাকাপাকি
- অসম্ভব নয়!
- খাই খাই
- বিষম চিন্তা
- হরিষে বিষাদ
- পরিবেষণ
- জালা – কুঁজো সংবাদ
- আড়ি
- নাচের বাতিক
- অবুঝ
- পড়ার হিসাব
- হিংসুটিদের গান
- সাধে কি বলে গাধা!
- তেজিয়ান
- জীবনের হিসাব
- আশ্চর্য !
- নিরুপায়
- হিতে-বিপরীত
- নন্দগুপি
- বর্ষ শেষ
- গ্রীষ্ম
- বর্ষার কবিতা
- শ্রাবণে
- নিঃস্বার্থ
- বর্ষ গেল বর্ষ এল
- হারিয়ে পাওয়া
- সঙ্গীহারা
- গ্রীষ্ম
- কাজের লোক
- দেশ-বিদেশের গল্প
- ওয়াসিলিসা
- পাজি পিটার
- শ্বেতপুরী আর লালপুরী
- দেবতার দুর্বুদ্ধি
- দেবতার সাজা
- হারকিউলিস
- অর্ফিয়ুস
- খৃস্টবাহন
- নাপিত পন্ডিত
- বুদ্ধিমানের সাজা
- দুষ্টু দরজি
- আশ্চর্য ছবি
- ভাঙা তারা
- লোলির পাহারা
- তিন বন্ধু
- দ্রিঘাংচু
- অসিলক্ষণ পন্ডিত
- রাজার অসুখ
- দানের হিসাব
- এক বছরের রাজা
- কার দোষ
- দুই বন্ধু
- বুদ্ধিমান শিষ্য ১
- বুদ্ধিমান শিষ্য ২
- ঠুকে মারি আর মুখে মারি
- বোকা বুড়ি
- সূদন ওঝা
- রামের শঙ্খ
- অন্ধের বর চাওয়া
- টাকার আপদ
- বিবিধ কবিতা
- নদী
- অন্ধ মেয়ে
- সাগর যেথায়
- আয়রে আলো আয়
- মেঘের খেয়াল
- আজব খেলা
- কত বড়
- বড়াই
- বেজায় রাগ
- সঙ্গীহারা
- বিচার
- বিষমকাণ্ড
- মনের মতন
- বর্ষ গেল, বর্ষ এল
- নূতন বৎসর
- গ্রীষ্ম ১:২
- শ্রাবণে
- শিশুর দেহ
- বেজায় খুশি
- খোকা ঘুমায়
- ভারি মজা
- লোভী ছেলে
- সাহস
- নানা গল্প
- ছাতার মালিক
- ব্যাঙের রাজা
- পুতুলের ভোজ
- হিংসুটি
- পেটুক
- সবজান্তা দাদা
- যতীনের জুতো
- গোপালের পড়া
- গল্প
- সত্যি
- রাগের ওষুধ
- ডাকাত নাকি
- হাসির গল্প
- বাজে গল্প ১
- বাজে গল্প ২
- বাজে গল্প ৩
- কুকুরের মালিক
- উকিলের বুদ্ধি
- গরুর বুদ্ধি
- ঠকানে প্রশ্ন
- ঠকানে প্রশ্নের উত্তর
- ভুল গল্প
- নাটক
- লক্ষ্মণের শক্তিশেল