খাই খাই কর কেন, এস বস আহারে –
খাওয়াব আজব খাওয়া, ভোজ কয় যাহারে।
যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে,
জড় করে আনি সব,- থাক সেই আশাতে।
ডাল ভাত তরকারি ফলমূল শস্য,
আমিষ ও নিরামিষ, চর্ব্য ও চোষ্য,
রুটি লুচি, ভাজাভুজি, টক ঝাল মিষ্টি,
ময়রা ও পাচকের যত কিছু সৃষ্টি,
আর যাহা খায় লোকে স্বদেশে ও বিদেশে-
খুঁজে পেতে আনি খেতে- নয় বড় সিধে সে!
জল খায়, দুধ খায় যত পানীয়,
জ্যাঠাছেলে বিড়ি খায়, কান ধরে টানিও।
ফল বিনা চিঁড়ে দৈ, ফলাহার হয় তা,
জলযোগে জল খাওয়া শুধু জল নয় তা।
ব্যাঙ খায় ফরাসিরা (খেতে নয় মন্দ),
বার্মার ‘ঙাম্পিতে’ বাপ্রে কি গন্ধ!
মান্দ্রাজি ঝাল খেলে জ্বলে যায় কন্ঠ,
জাপানেতে খায় নাকি ফড়িঙের ঘন্ট!
আরশুলা মুখে দিয়ে সুখে খায় চীনারা,
কত কি যে খায় লোকে নাহি তার কিনারা।
দেখে শুনে চেয়ে খাও, যেটা চায় রসনা ;
তা না হলে কলা খাও- চটো কেন? বস না-
সবে হল খাওয়া শুরু শোন শোন আরো খায়-
সুদ খায় মহাজনে, ঘুষ খায় দারোগায়।
বাবু যান হাওয়া খেতে চড়ে জুড়ি-গাড়িতে,
খাসা দেখ ‘খাপ্ খায়’ চাপকানে দাড়িতে।
তেলে জলে মিশ খায় শুনেছ তা কেও কি?
যুদ্ধে যে গুলি খায় গুলিখোর সেও কি?
ডিঙি চড়ে স্রোতে প’ড়ে পাক খায় জেলেরা,
ভয় খেয়ে খাবি খায় পাঠশালে ছেলেরা ;
বেত খেয়ে কাঁদে কেউ, কেউ শুধু গালি খায়,
কেউ খায় থতমত- তাও লিখি তালিকায়।
ভিখারিটা তাড়া খায়, ভিখ্ নাহি পায় রে-
‘দিন আনে দিন খায়’ কত লোকে হায়ে রে।
হোঁচটের চোট খেয়ে খোকা ধরে কান্না,
মা বলেন চুমু খেয়ে, ‘সেরে গেছে, আর না।’
ধমক বকুনি খেয়ে নয় যারা বাধ্য,
কিলচড় লাথি ঘূঁষি হয় তার খাদ্য।
জুতো খায়, গুঁতো খায়, চাবুক যে খায় রে,
তবু যদি নুন খায় সেও গুণ গায় রে।
গরমে বাতাস খাই, শীতে খাই হিম্ সিম্,
পিছলে আছাড় খেয়ে মাথা করে ঝিম্ঝিম্ ।
কত যে মোচড় খায় বেহালার কানটা,
কানমলা খেলে তবে খোলে তার গানটা।
টোল খায় ঘটি বাটি, দোল খায় খোকারা,
ঘাবড়িয়ে ঘোল খায় পদে পদে বোকারা।
আকাশেতে কাৎ হ’য়ে গোঁৎ খায় ঘুড়িটা,
পালোয়ান খায় দেখ ডিগবাজি কুড়িটা।
ফুটবলে ঠেলা খাই, ভিড়ে খাই ধাক্কা,
কাশীতে প্রসাদে খেয়ে সাধু হই পাক্কা!
কথা শোন, মাথা খাও , রোদ্দুরে যেয়ো না-
আর যাহা খাও বাপু বিষমটি খেও না।
ফেল্ করে মুখ খেয়ে কেঁদেছিল সেবারে,
আদা- নুন খেয়ে লাগো পাশ কর এবারে।
ভ্যাবাচ্যাকা খেও নাকো, যেয়ো নাকো ভড়কে,
খাওয়াদাওয়া শেষ হলে বসে খাও খড়্কে ।
এত খেয়ে তবু যদি নাহি ওঠে মনটা-
খাও তবে কচু পোড়া, খাও তবে ঘন্টা।
Related Chapters
- সূচনা
- জীবনী
- আবোল তাবোল
- অবাক কাণ্ড
- আবোল তাবোল
- আবোল তাবোল – ২
- আহ্লাদী
- একুশে আইন
- কাঁদুনে
- কাঠবুড়ো
- কাতুকুতু বুড়ো
- কি মুস্কিল
- কিম্ভুত
- কুম্ড়ো পটাশ
- খিচুড়ি
- খুড়োর কল
- গন্ধ বিচার
- গল্প বলা
- গানের গুঁতো
- গোঁফচুরি
- চোর ধরা
- ছায়া বাজি
- ট্যাঁশ গরু
- ঠিকানা
- ডানপিটে
- দাঁড়ে দাঁড়ে দ্রুম্
- নারদ! নারদ!
- নোট বই
- ন্যাড়া বেলতলায় যায় ক’বার
- পালোয়ান
- প্যাঁচা আর প্যাঁচানি
- ফসকে গেল
- বাবুরাম সাপুড়ে
- বিজ্ঞান শিক্ষা
- বুঝিয়ে বলা
- বুড়ীর বাড়ী
- বোম্বাগড়ের রাজা
- ভালরে ভাল
- ভুতুড়ে খেলা
- ভয় পেয়ো না
- রামগরুড়ের ছানা
- লড়াই ক্ষ্যাপা
- শব্দ কল্প দ্রুম্
- শুরু
- সাবধান
- সৎপাত্র
- হাত গণনা
- হাতুড়ে
- হুলোর গান
- খাই খাই
- দাঁড়ের কবিতা
- পাকাপাকি
- অসম্ভব নয়!
- খাই খাই
- বিষম চিন্তা
- হরিষে বিষাদ
- পরিবেষণ
- জালা – কুঁজো সংবাদ
- আড়ি
- নাচের বাতিক
- অবুঝ
- পড়ার হিসাব
- হিংসুটিদের গান
- সাধে কি বলে গাধা!
- তেজিয়ান
- জীবনের হিসাব
- আশ্চর্য !
- নিরুপায়
- হিতে-বিপরীত
- নন্দগুপি
- বর্ষ শেষ
- গ্রীষ্ম
- বর্ষার কবিতা
- শ্রাবণে
- নিঃস্বার্থ
- বর্ষ গেল বর্ষ এল
- হারিয়ে পাওয়া
- সঙ্গীহারা
- গ্রীষ্ম
- কাজের লোক
- দেশ-বিদেশের গল্প
- ওয়াসিলিসা
- পাজি পিটার
- শ্বেতপুরী আর লালপুরী
- দেবতার দুর্বুদ্ধি
- দেবতার সাজা
- হারকিউলিস
- অর্ফিয়ুস
- খৃস্টবাহন
- নাপিত পন্ডিত
- বুদ্ধিমানের সাজা
- দুষ্টু দরজি
- আশ্চর্য ছবি
- ভাঙা তারা
- লোলির পাহারা
- তিন বন্ধু
- দ্রিঘাংচু
- অসিলক্ষণ পন্ডিত
- রাজার অসুখ
- দানের হিসাব
- এক বছরের রাজা
- কার দোষ
- দুই বন্ধু
- বুদ্ধিমান শিষ্য ১
- বুদ্ধিমান শিষ্য ২
- ঠুকে মারি আর মুখে মারি
- বোকা বুড়ি
- সূদন ওঝা
- রামের শঙ্খ
- অন্ধের বর চাওয়া
- টাকার আপদ
- বিবিধ কবিতা
- নদী
- অন্ধ মেয়ে
- সাগর যেথায়
- আয়রে আলো আয়
- মেঘের খেয়াল
- আজব খেলা
- কত বড়
- বড়াই
- বেজায় রাগ
- সঙ্গীহারা
- বিচার
- বিষমকাণ্ড
- মনের মতন
- বর্ষ গেল, বর্ষ এল
- নূতন বৎসর
- গ্রীষ্ম ১:২
- শ্রাবণে
- শিশুর দেহ
- বেজায় খুশি
- খোকা ঘুমায়
- ভারি মজা
- লোভী ছেলে
- সাহস
- নানা গল্প
- ছাতার মালিক
- ব্যাঙের রাজা
- পুতুলের ভোজ
- হিংসুটি
- পেটুক
- সবজান্তা দাদা
- যতীনের জুতো
- গোপালের পড়া
- গল্প
- সত্যি
- রাগের ওষুধ
- ডাকাত নাকি
- হাসির গল্প
- বাজে গল্প ১
- বাজে গল্প ২
- বাজে গল্প ৩
- কুকুরের মালিক
- উকিলের বুদ্ধি
- গরুর বুদ্ধি
- ঠকানে প্রশ্ন
- ঠকানে প্রশ্নের উত্তর
- ভুল গল্প
- নাটক
- লক্ষ্মণের শক্তিশেল