আবোল তাবোল

এক যে ছিল রাজা -(থুড়ি,
রাজা নয় সে ডাইনি বুড়ি)!
তার যে ছিল ময়ুর -(না না,
ময়ুর কিসের? ছাগল ছানা )।
উঠানে তার থাকত পোঁতা –
-(বাড়িই নেই ,তার উঠান কোথা )?
শুনেছি তার পিশতুতো ভাই –
-(ভাই নয়তো ,মামা -গোঁসাই)।
বল্‌ত সে তার শিষ্যটিরে –
-(জন্ম -বোবা ,বল্‌বে কিরে)
যা হোক, তারা তিনটি প্রানী –
-(পাঁচটি তারা, সবাই জানি !)
থও না বাপু খ্যাঁচাখেঁচি
-(আচ্ছা বল ,চুপ করেছি)।
তারপরে যেই সন্ধ্যাবেলা ,
যেম্‌নি না তার ওষুধ গেলা,
অম্‌নি তেড়ে জঁটায় ধরা –
-কোথায় জঁটা ? টাক যে ভরা !)
হোক না টেকো তোর তাতে কি?
গোম্‌ড়ামুখো মুখ্য ঢেঁকি!
ধরব ঠেসে টুটির পরে
পিট্‌ব তোমার মুন্ডু ধরে।
এখন বাছা পালাও কোথা ?
গল্প বলা সহজ কথা?


© 2024 পুরনো বই