প্রকাশিকার কৈফিয়ৎ
সাধ ছিল—কিন্তু সাধ্য আমাদের সীমিত। অগণিত গ্রাহক বন্ধুদের উৎসাহ আর উদ্দীপনাকে সহায় করে আমাদের দ্বিতীয় রচনাবলী সুকুমার রায়ের সমগ্র রচনা প্রকাশে ব্রতী হয়েছিলাম আমরা। অনেক বাধা, অনেক বিপদ, অনেক সঙ্কট পেরিয়ে ‘সুকুমার সমগ্র রচনাবলী’র প্রথম খণ্ড আজ পাঠকদের হাতে তুলে দিতে পেরে আমরা আনন্দিত। আশা করব পুস্তক প্রকাশন শিল্পে আজকের এই সঙ্কটের কথা নতুন করে বলা নিষ্প্রয়োজন৷
পূর্ব নির্ধারিত সময়ে ‘সুকুমার সমগ্র রচনাবলী’ প্রথম খণ্ড বের করতে না পারার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। দুঃখিত—পরিকল্পনা মত প্রথম সংস্করণকে রূপ দিতে না পারার জন্যও বটে। বিদ্যুৎ সঙ্কটে পড়ে এমন অনেক লেখা আমরা নিরূপায় হয়ে শেষ মুহূর্তে দ্বিতীয় খণ্ডের জন্য রাখতে বাধ্য হয়েছি—যার ফলে দ্বিতীয় খণ্ডের বিষয়বহু অনেক অনেক বেশী হয়ে পড়বে। আশা করব আমাদের সহৃদয় পাঠকরা এই অক্ষমতাকে ক্ষমা করে নেবেন৷
অনেকেই এগিয়ে এসেছেন—আমাদের এ-বই প্রকাশে সহযোগিতা করতে। তাদের প্রত্যেকের জন্য রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা। দেরিতে হলেও বেশ কিছু পুরানো বই ও পত্রিকা দিয়ে সহযোগিতা করেছেন শ্রীসনৎ গুপ্ত ও শ্রীদেবদত্ত দে মহাশয়। এদের সহযোগিতাও ভুলবার নয়, এদের জন্য রইল আমার আন্তরিক অভিনন্দন৷
সবশেষে এ-বই-এর ভাল-মন্দ বিচারের ভার ছেড়ে দিলাম আমার পাঠক বন্ধুদের উপর—তাদের ভাল লাগলেই সার্থক মনে করব আমাদের এই উদ্যোগ৷