“বৃত্র-সংহার” হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় আখ্যানকাব্য। এই মহাকাব্যটি দুই খণ্ডে প্রকাশিত হয়েছিল। প্রথম খণ্ড ১৮৭৫ সালে ও দ্বিতীয় খণ্ড ১৮৭৭ সালে প্রকাশিত হয়। কাব্যের আখ্যানভাগের উপজীব্য বিষয় বৃত্রাসুরের স্বর্গবিজয় ও দধীচি মুনির অস্থি দ্বারা নির্মিত বজ্রে দেবরাজ ইন্দ্র কর্তৃক বৃত্র-সংহার তথা স্বর্গ পুনরুদ্ধার। সমালোচক শিশিরকুমার দাশের মতে, “পৌরাণিক কাহিনীর নূতন ব্যাখ্যা, ঊনবিংশ শতাব্দীর জীবন জিজ্ঞাসা, অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার ইত্যাদি ব্যাপারে এই কাব্য মাইকেল মধুসূদনের “মেঘনাদবধ কাব্যে”র অনুসারী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই মহাকাব্যের ভূয়সী প্রশংসা করেন। রবীন্দ্রনাথ এটিকে “মেঘনাদবধ কাব্য” অপেক্ষাও শ্রেষ্ঠতর বলে মনে করতেন।