আমাদের সহরে বড়মানুষদের মধ্যে অনেকের অর্গুণ নাই, বর্গুণ আছে। “ভাল কত্তে পারবো মন্দ করবো, কি দিবি তা দে”! যে ভাষা আছে, এঁরা তারই সার্থকতা করেছেন—বাবুরা পরের ঝক্ড়া টাকা দিয়ে কিনে, ‘গায়ে মানে না আপনি মোড়ল’ হতে চান—অনেকে আড়ি তুলতেও এই পেশা আশ্রয় করেচেন! যদি এমন পেশাদার না থাকতো, তা হলে শিবকেষ্টোর কে কি কত্তে পাত্তো? তিনি কেবল ভাজকে ও ভাইপোকে ঠকিয়ে বিষয়টি আপনি নিতে চেষ্টা করছিলেন বৈ তো নয়। আমাদের কলকেতা সহরের অনেক বড়মানুষ যে, স্ত্রীকে ডাক্তার দিয়ে বিষ খাইয়ে মেরে ফেলেও গায়ে ফুঁ দিয়ে গাড়ী ঘোড়া চড়ে বেড়াচ্ছেন, কৈ, আইন তার কাছে কল্কে পায় না কেন? শিবকেষ্টো যেমন জাল করেছিলেন, বোধ হয় সহরের অনেক বড়মানুষের ঘরে ও রকম কত পার হয়ে গ্যাছে ও নিত্যি কত হচ্ছে! সহরের একটি কাশ্মীরী মুখখু বড় মানুষ আক্ষেপ করে বলছিলেন যে, “সহরে আমার মত কত ব্যাটাই আছে, কেবল আমিই ধরা পড়েছিলাম।” শিবকেষ্টোর বিষয়েও ঠিক তাই।
Related Chapters
- ভূমিকা
- ১.০১ কলিকাতায় চড়ক পার্ব্বণ
- ১.০২ কলিকাতার বারোইয়ারি-পূজা
- ১.০৩ হুজুক
- ১.০৪ ছেলেধরা
- ১.০৫ প্রতাপচাঁদ
- ১.০৬ মহাপুরুষ
- ১.০৭ লালা রাজাদের বাড়ী দাঙ্গা
- ১.০৮ কৃশ্চানি হুজুক
- ১.০৯ মিউটীনি
- ১.১০ মরা-ফেরা
- ১.১১ আমাদের জ্ঞাতি ও নিন্দুকেরা
- ১.১২ নানা সাহেব
- ১.১৩ সাতপেয়ে গরু
- ১.১৪ দরিয়াই ঘোড়া
- ১.১৫ লক্ষ্ণৌয়ের বাদসা
- ১.১৬ শিবকৃষ্ট বন্দ্যোপাধ্যায়
- ১.১৭ ছুঁচোর ছেলে বুঁচো
- ১.১৮ জষ্টিস ওয়েলস
- ১.১৯ টেকচাঁদের পিসি
- ১.২০ পাদ্রি লং ও নীলদর্পণ
- ১.২১ রমাপ্রসাদ রায়
- ১.২২ রসরাজ ও যেমনকৰ্ম্ম তেমনি ফল
- ১.২৩ বুজরুকী
- ১.২৪ হোসেন খাঁ
- ১.২৫ ভূত-নাবানো
- ১.২৬ নাক-কাটা বঙ্ক
- ১.২৭ পদ্মলোচন দত্ত ওরফে হঠাৎ অবতার
- ১.২৮ মাহেশের স্নানযাত্রা
- ২.১ রথ
- ২.২ দুর্গোৎসব
- ২.৩ রামলীলা
- ২.৪ রেলওয়ে