সন্ধ্যামণির ব্রত

চড়ক-সংক্রান্তি থেকে বৈশাখ-সংক্রান্তি অবধি চার বছর প্রতি সন্ধ্যায় এই ব্রত করতে হয়।

চার বছর ওই সময় বাড়ির ছাদ বা উঁচু কোনো জায়গায় উঠে একটি মাত্র তারা আকাশে দেখতে পেলেই সেই জায়গায় জলের গন্ডি দিতে হয়। তারপর সাতটি তারা দেখা গেলে সিঁদুর দিয়ে পুতুল এঁকে দূর্বা দিয়ে পুজো করতে হয়।

ব্রত উদযাপনের সময় সাতটি সোনার এবং রুপোর তারা নতুন বরকনের হাতে দিতে দিয়ে জলের পাত্র নিয়ে সন্ধ্যেবেলায় ছাত বা উঁচু কোনো জায়গায় দাঁড়াতে হবে। একটি তারা দেখামাত্র সেই জায়গায় জলের গন্ডি দিতে হবে। সাতটি তারা ওঠার পর গন্ডির মাঝখানে সিঁদুরের দুটি পুতুল এঁকে দূর্বা দিয়ে মন্ত্র বলে পুজো করতে হবে। সাতটি তারা না-দেখা অবধি কথা বলা নিষেধ।

মন্ত্র:

সন্ধ্যামণি সোনার তারা।
সন্ধ্যামণি জলের ঝারা।।
সন্ধ্যামণির পুজো করে কে?
সাত ভায়ের বোন হয় যে।।
আলো ধানের কালো পুতে—
জন্ম জন্ম যেন যায় এয়োতে।।

সন্ধ্যামণির ব্রত সমাপ্ত।


© 2024 পুরনো বই