ফল-গছানো ব্রত

বিয়ের পর বছর চৈত্র-সংক্রান্তির দিন এই ব্রত নিতে হয়। চার বছর পর করতে হয় ব্রত উদযাপন।

প্রথম বছর চৈত্র-সংক্রান্তির দিন থেকে শুরু করে বৈশাখ সংক্রান্তি অবধি নিত্য নতুন এক একজন ব্রাহ্মণকে মিষ্টি, সুপুরি ও সাধ্যমত দক্ষিণা দিয়ে প্রণাম করতে হবে।

দ্বিতীয় বছর কলা, তৃতীয় বছর আম ও চতুর্থ বছর ডাব দিতে হবে, অর্থাৎ প্রতি বছরই করতে হবে ফলের পরিবর্তন।

চতুর্থ বছর চড়ক-সংক্রান্তির দিন চারজন ব্রাহ্মণকে পরিতৃপ্ত করে খাইয়ে ধুতি, উড়ুনি, ছাতা, লাঠি, গামছা, খড়ম, সোনা বা রুপোর আম, ডাব, সুপুরি, কলা, পাখা ও দক্ষিণা দিতে হবে। অভাবে শুধুমাত্র যাঁকে দিয়ে ব্রত গ্রহণ করা হয় তাঁকে রুপোর আম, ডাব, সুপুরি, ধুতি, উড়ুনি, ছাতা, পাখা ও একটি রুপোর টাকা দেওয়া চলে। যাঁর কাছ থেকে প্রথম ব্রত নেওয়া হয়, ব্রত সাঙ্গ হওয়ার আগে তাঁর মৃত্যু হলে তাঁরই বংশের যে-কোনো লোককে খাইয়ে তার হাতে ফল, বস্ত্র ও দক্ষিণা দিলেও চলে।

ব্রতকালের মধ্যে অশৌচ পড়লে অশৌচের শেষে একই দিনে ওই সময়ের ফল ইত্যাদি ব্রাহ্মণকে দেওয়া যাবে।

ফল-গছানো ব্রত সমাপ্ত।


© 2024 পুরনো বই