কাঁসা, পিতল বা পাথরের একটি বাটি, একটি পৈতে, মিষ্টি, আধপোয়া পরিমাণ মধু ও দক্ষিণা একজন ব্রাহ্মণকে দিয়ে এই ব্রত চড়ক-সংক্রান্তির দিন নিতে হয়। পর পর ১৪টি সংক্রান্তি ব্রত করতে হয়। চৈত্র-সংক্রান্তিতে একজন, বৈশাখে দুইজন, জ্যৈষ্ঠে তিনজন, এইভাবে প্রতি সংক্রান্তিতে এক একজন ব্রাহ্মণের সংখ্যা বাড়বে। পর বছর বৈশাখ মাসের বিষ্ণুপদী সংক্রান্তির দিন চৌদ্দজন ব্রাহ্মণকে খাইয়ে তেরোটি কাঁসা, পিতল, অথবা পাথরের বাটির প্রতিটিতে একপোয়া পরিমাণ মধু দিয়ে, হরীতকী, মিষ্টি, পৈতে ও ভোজন দক্ষিণা তেরোজন ব্রাহ্মণকে দিতে হবে।
যাঁর কাছে প্রথম ব্রত গ্রহণ করা হয় তাঁকে একটি রুপোর মধুপূর্ণ বাটি, ধুতি, উড়ুনি, খড়ম, ছাতা, পৈতে, হরীতকী ও রুপোর টাকা দিয়ে ব্রত উদযাপন করতে হবে।
মধু-সংক্রান্তি ব্রত সমাপ্ত।