অক্ষয়-কুমারী ব্রত

এই ব্রত করলে ভগবতী অত্যন্ত তুষ্টা হন। ব্রত চার বছর করতে হয়। প্রথম বছর অক্ষয়-তৃতীয়ার দিন একটি কুমারী কন্যার পা ধুইয়ে আলতা ও রঙিন বা পাছাপেড়ে নতুন শাড়ি পরিয়ে চুল বেঁধে চন্দন, সিঁদুর ও খয়েরের তিনটি টিপ তার কপালে দিয়ে আলপনা দেওয়া পিঁড়িতে তাকে বসিয়ে পরিতৃপ্ত করে আহার করাতে হবে। দ্বিতীয় বছর ওই দিনে দুজন, তৃতীয় বছর তিনজন ও চতুর্থ বছর চারজন ‘কুমারী’ করতে হবে। তারপর ওই চারজন কুমারীকে আগের মতো সাজিয়ে পিঁড়িতে বসিয়ে তাদের হাতে শাঁখা, আলতা, আরশি, চিরুনি, পাখা, মাথাঘষা ও গন্ধদ্রব্য দান করে তাদের সাধ মিটিয়ে আহার করিয়ে দক্ষিণা দিতে হবে। প্রথম বছরের কুমারীটিকে অতিরিক্ত একখানি শাড়ি অথবা গামছা এবং একটি রুপোর টাকা দিতে হবে।

অক্ষয়-কুমারী ব্রত সমাপ্ত।


© 2024 পুরনো বই