অক্ষয়-সিঁদুর ব্রত

অক্ষয়-তৃতীয়ার দিন একজন এয়োর কাছ থেকে ব্রত নিতে হবে। এই ব্রতও চার বছর করতে হয়। প্রথম বছর অক্ষয়-তৃতীয়ার দিন একজন এয়োর কপালে ও সিঁথিতে সিঁদুর দিয়ে তার হাতে নোয়া, কড়, একপাতা সিঁদুর, আলতা, পান, সুপুরি, মিষ্টি ও সাধ্য অনুযায়ী কিছু পয়সা দিতে হবে।

দ্বিতীয় বছর দুইজন, তৃতীয় বছর তিনজন ও চতুর্থ বছরে চারজন এয়োকে ওইভাবে দিতে হবে। ব্রত উদযাপনের বছর অক্ষয়-তৃতীয়ার দিন চারজন এয়োকেই পা ধুইয়ে আলতা পরিয়ে, চুল বেঁধে, সিঁদুর ও নতুন কাপড় পরিয়ে পরিতৃপ্ত করে আহার করাতে হবে এবং প্রত্যেককে কড়, রুলি, আলতা, পান, সুপুরি, মাথাঘষা, সিঁদুর-চুপড়ি, সিঁদুর গন্ধদ্রব্য ও সাধ্যমতো পয়সা দিতে হবে। যার কাছে প্রথম ব্রত নেওয়া হয় তাকে সোনার নোয়া, রুপোর সিঁদুর কৌটো, আরশি, চিরুনি, পাখা, নতুন শাড়ি, আলতা, সিঁদুর ও একটি রুপোর টাকা দিতে হবে।

অক্ষয়-সিঁদুর ব্রত সমাপ্ত।


© 2024 পুরনো বই