এই ব্রত করলে মেয়েরা রূপবতী হয়। একজন এয়োর কাছে এই ব্রত নিতে হয় এবং একাদিক্রমে চার বছর করতে হয়।
প্রথম বছর চড়ক-সংক্রান্তির দিন শুরু করে বৈশাখ সংক্রান্তি অবধি প্রতিদিন সকালে একজন এয়োর কপালে বাটা হলুদ ছুঁইয়ে প্রতিদিন বিকেলে তার চুল বেঁধে সিঁথি ও কপালে সিঁদুর পরিয়ে দিতে হবে।
দ্বিতীয় বছর এইভাবে প্রতিদিন দু-জন, তৃতীয় বছর তিনজন এবং চতুর্থ বছর প্রতিদিন চারজন এয়োকে ওই ভাবে হলুদ ছুঁইয়ে চুল বেঁধে তাদের কপালে ও সিঁথিতে সিঁদুর দিতে হবে। চতুর্থ বছর ওই চারজন এয়োকে সুগন্ধ তেল দিয়ে চুল বেঁধে, কপালে ও সিঁথিতে সিঁদুর পরিয়ে, নতুন কাপড় পরিয়ে পরিতৃপ্ত করে আহার করাতে হবে এবং প্রত্যেককে হলুদে ছোপানো গামছা, কড়, সিঁদুর-চুপড়ি, আলতা, মাথাঘষা, মিষ্টি ও সাধ্যমতো দক্ষিণা দিতে হবে। যার কাছ থেকে প্রথম ব্রত নেওয়া হয় তাকে হলুদে ছোপানো লালপাড় শাড়ি একখানি, আরশি, চিরুনি, রুপোর সিঁদুর কৌটো, পাখা এবং একটি রুপোর টাকা দিতে হবে।
রূপ-হলুদ ব্রত সমাপ্ত।