ষোলো-কলা ব্রত

মাত্র একবছর ষোলো-কলা ব্রত করতে হয়। চৈত্রসংক্রান্তির দিন ষোলোটি কলার একটি ছড়া, পৈতে, হরীতকি, মিষ্টি ও সাধ্যমতো দক্ষিণা ব্রাহ্মণকে দিতে হবে। তারপর বৈশাখ-সংক্রান্তিতে দুইজন, জ্যৈষ্ঠ-সংক্রান্তিতে তিনজন, এইভাবে পর বছর বৈশাখ-সংক্রান্তি অবধি তেরোজন ব্রাহ্মণকে এক একটি ষোলো কলার অখন্ড ছড়া, পৈতে, হরীতকি, মিষ্টি ও দক্ষিণা দিতে হবে। ওইদিন ব্রত উদযাপনের সময় ওই তেরোজন ব্রাহ্মণকে পরিতুষ্ট করে খাওয়াতে হবে এবং তাঁদের ভেতর বারোজনকে ষোলটি কলার এক একটি অখন্ড ছড়া, পৈতে; হরীতকী ও মিষ্টি দিতে হবে। যাঁর কাছে প্রথম ব্রত নেওয়া হয় তাঁকে ষোলোটি সোনা অথবা রুপোর একছড়া কলা, পৈতে, হরীতকী, পান, সুপুরি, ধুতি, উড়ুনি, গামছা, মিষ্টি এবং রুপোর টাকা দিতে হবে।

ষোলো-কলা ব্রত সমাপ্ত।


© 2024 পুরনো বই