ষষ্ঠী পূজা অনেক প্রকার, তন্মধ্যে নিম্নলিখিতগুলি আমাদের দেশে প্রচলিত:
জ্যৈষ্ঠ মাসে: অরণ্য ষষ্ঠী (ইহাকে আম ষষ্ঠী এবং জামাই ষষ্ঠীও বলে)
শ্রাবণ মাসে: লুন্ঠন বা লোটন ষষ্ঠী
ভাদ্র মাসে: চাপড়া বা মন্থন ষষ্ঠী
আশ্বিন মাসে: দুর্গা বা বোধন ষষ্ঠী
অগ্রহায়ণ মাসে: মূলা ষষ্ঠী
পৌষ মাসে: পাটাই ষষ্ঠী
মাঘ মাসে: শীতল ষষ্ঠী
চৈত্র মাসে: অশোক ষষ্ঠী ও নীল ষষ্ঠী
বৈশাখ, আষাঢ়, কার্তিক ও ফাল্গুন মাসের ষষ্ঠী এদেশে প্রচলিত নাই।