ঋগ্বেদ ০২।২০

২০ সুক্ত ।।

অনুবাদঃ

১। হে ইন্দ্র! অন্নাভিলাষী ব্যক্তি যেরূপ রথ প্রস্তুত করে, সেরূপ আমরাও তোমার জন্য অন্ন প্রস্তুত করি। তুমি আমাদের ভাল করে জান। আমরা স্তুতি দ্বারা তোমাকে দীপ্যমান করছি। আমরা তোমার ন্যায় লোকের নিকট সুখ যাঞ্চা করি।
২। হে ইন্দ্র! তুমি আমাদের পালন করে আমাদের (রক্ষা কর)। যারা তোমাকে কামনা করে তুমি তাদের শত্রু হতে রক্ষা কর। তুমি হব্যদাতা যজমানের ঈশ্বর ও তার শত্রুনিবারক। তোমায় যে হবাদ্বারা পরিচর্যা করে, তার জন্য তুমি এ সকল কর্ম করে থাক।
৩। আমরা যজ্ঞকার্য করছি তরুণবয়স্ক, আহ্বানযোগ্য, সখাতুল্য, সুখকর ইন্দ্র আমাদের পালন করুক। যে স্তোত্র উচ্চারণ করে, ক্রিয়া সমাধান করে, হব্য পাক করে ও স্তুতি করে, ইন্দ্র আশ্রয় দান করে তাদের কর্মের পারে নিয়ে যান।
৪। আমি সেই ইন্দ্রের স্তুতি করি, তার প্রশংসা করি। তার স্তোতাগণ পূর্বে বর্ধিত হয়েছিলেন এবং শত্রুদের হিংসা করেছিলেন। ইন্দ্রের নিকট প্রার্থনা করায় ইন্দ্র যেন স্তোত্রাভিলাষী নুতন যজমানের ধনেচ্ছা পূরণ করেন।
৫। অঙ্গিরাগণের উকথ সমূহে প্রীত হয়ে ইন্দ্র তাদের (গোআনার) পথ দেখিয়ে দিলেন ও তাদরে স্তোত্র পূর্ণ করলেন। স্তোতাগণ স্তব করলে ইন্দ্র সূর্য দ্বারা উষাকে অপহরণ করে অশ্বের পুরাতন নগরসমূহ বিনাশ করেছিলেন।
৬। দ্যুতিমান, কীর্তিমান অতিশয় দর্শনীয় ইন্দ্র মনুষ্যের জন্য উন্মুখ হয়ে আছেন, শত্রুনাশক বলবান ইন্দ্র যেন লোক অনিষ্টকারী দাসের প্রিয়মস্তক নিম্নে নিক্ষেপ করেন।
৭। বৃত্রহ্য, পুরনাশক ইন্দ্র কৃষ্ণযোনি দাস সেনাকে (১) বিনাশ করেছেন, মনুর জন্য পৃথিব ও জল সৃষ্টি করেছেন। তিনি যেন যজমানের উচ্চ অভিলাষ পূরণ করেন।
৮। স্তোতাগণ উদকলাভের নিমিত্ত সে ইন্দ্রের উদ্দেশে সতত অনুক্রমে বলবর্ধক অন্ন প্রদান করেছেন; যখন তার হস্তে বজ্র প্রদত্ত হয়েছিল তখন তিনি তা দিয়ে দস্যুদের হনন করে তাদের লৌহময় পুরী ধ্বংস করেছিলেন।
৯। হে ইন্দ্র! তোমার ধনপতী দক্ষিণা স্তুতিকারীর অভিমত সকল প্রদান করে, তুমি সে দক্ষিণা আমাদের দাও। তুমি ভজনীয়, তুমি আমাদরে অতিক্রম করে আর কাকেও প্রদান করো না। আমরা পুত্রপৌত্রবিশিষ্ট হয়ে এ প্রভূত স্তুতি করব।

টীকাঃ
১। কৃষ্ণযোনীঃ দাসীঃ দ্বারা কৃষ্ণবর্ণ অনার্য জাতিদের উল্লেখ করা হয়েছে। এর পূর্বের ঋকেও তাদের উল্লেখ আছে।

HYMN XX. Indra.

1. As one brings forth his car when fain for combat, so bring we power to thee—regard us, Indra—
Well skilled in song, thoughtful in spirit, seeking great bliss from one like thee amid the Heroes.
2 Indra, thou art our own with thy protection, a guardian near to men who love thee truly,
Active art thou, the liberal man’s defender, his who draws near to thee with right devotion.
3 May Indra, called with solemn invocations. the young, the Friend, be men’s auspicious keeper,
One who will further with his aid the singer, the toiler, praiser, dresser of oblations.
4 With laud and song let me extol that Indra in whom of old men prospered and were mighty.
May he, implored, fulfil the prayer for plenty of him who worships, of the living mortal.
5 He, Indra whom the Aṅgirases’ praise delighted, strengthened their prayer and made their goings prosper.
Stealing away the mornings with the sunlight, he, lauded, crushed even Aśna’s ancient powers.
6 He verily, the God, the glorious Indra, hath raised him up for man, best Wonder-Worker.
He, self-reliant, mighty and triumphant, brought low the dear head of the wicked Dāsa.
7 Indra the Vṛtra-slayer, Fort-destroyer, scattered the Dāsa hosts who dwelt in darkness.
For men hath he created earth and waters, and ever helped the prayer of him who worships.
8 To him in might the Gods have ever yielded, to Indra in the tumult of the battle.
When in his arms they laid the bolt, he slaughtered the Dasyus and cast down their forts of iron.
9 Now may that wealthy Cow of thine, O Indra, give in return a boon to him who lauds thee.
Give to thy praisers: let not fortune fail us. Loud may we speak, with heroes, in assembly.

 Rig Veda Book 2 Hymn 20
वयं ते वय इन्द्र विद्धि षु णः पर भरामहे वाजयुर्न रथम |
विपन्यवो दीध्यतो मनीषा सुम्नमियक्षन्तस्त्वावतो नॄन ||
तवं न इन्द्र तवाभिरूती तवायतो अभिष्टिपासि जनान |
तवमिनो दाशुषो वरूतेत्थाधीरभि यो नक्षति तवा ||
स नो युवेन्द्रो जोहूत्रः सखा शिवो नरामस्तु पाता |
यः शंसन्तं यः शशमानमूती पचन्तं च सतुवन्तंच परणेषत ||
तमु सतुष इन्द्रं तं गर्णीषे यस्मिन पुरा वाव्र्धुः शाशदुश्च |
स वस्वः कामं पीपरदियानो बरह्मण्यतो नूतनस्यायोः ||
सो अङगिरसामुचथा जुजुष्वान बरह्मा तूतोदिन्द्रो गातुमिष्णन |
मुष्णन्नुषसः सूर्येण सतवानश्नस्य चिच्छिश्नथत पूर्व्याणि ||
स ह शरुत इन्द्रो नाम देव ऊर्ध्वो भुवन मनुषे दस्मतमः |
अव परियमर्शसानस्य साह्वाञ्छिरो भरद दासस्य सवधावान ||
स वर्त्रहेन्द्रः कर्ष्णयोनीः पुरन्दरो दासीरैरयद वि |
अजनयन मनवे कषामपश्च सत्रा शंसं यजमानस्य तूतोत ||
तस्मै तवस्यमनु दायि सत्रेन्द्राय देवेभिरर्णसातौ |
परति यदस्य वज्रं बाह्वोर्धुर्हत्वी दस्यून पुर आयसीर्नि तारीत ||
नूनं सा … ||

vayaṃ te vaya indra viddhi ṣu ṇaḥ pra bharāmahe vājayurna ratham |
vipanyavo dīdhyato manīṣā sumnamiyakṣantastvāvato nṝn ||
tvaṃ na indra tvābhirūtī tvāyato abhiṣṭipāsi janān |
tvamino dāśuṣo varūtetthādhīrabhi yo nakṣati tvā ||
sa no yuvendro johūtraḥ sakhā śivo narāmastu pātā |
yaḥ śaṃsantaṃ yaḥ śaśamānamūtī pacantaṃ ca stuvantaṃca praṇeṣat ||
tamu stuṣa indraṃ taṃ ghṛṇīṣe yasmin purā vāvṛdhuḥ śāśaduśca |
sa vasvaḥ kāmaṃ pīparadiyāno brahmaṇyato nūtanasyāyoḥ ||
so aṅghirasāmucathā jujuṣvān brahmā tūtodindro ghātumiṣṇan |
muṣṇannuṣasaḥ sūryeṇa stavānaśnasya cicchiśnathat pūrvyāṇi ||
sa ha śruta indro nāma deva ūrdhvo bhuvan manuṣe dasmatamaḥ |
ava priyamarśasānasya sāhvāñchiro bharad dāsasya svadhāvān ||
sa vṛtrahendraḥ kṛṣṇayonīḥ purandaro dāsīrairayad vi |
ajanayan manave kṣāmapaśca satrā śaṃsaṃ yajamānasya tūtot ||
tasmai tavasyamanu dāyi satrendrāya devebhirarṇasātau |
prati yadasya vajraṃ bāhvordhurhatvī dasyūn pura āyasīrni tārīt ||
nūnaṃ sā … ||


© 2024 পুরনো বই