ঋগ্বেদ ০২।১০

১০ সুক্ত ।।

অনুবাদঃ

১। অগ্নি সকলের হোতব্য ও প্রথম এবং পিতার ন্যায়। তিনি মানুষকর্তৃক ইলস্পদে (১) প্রজ্বলিত হয়েছেন। তিনি দীপ্তিপূর্ণ মরণরহিত, বিবিধ প্রজ্ঞাবান, অন্নবান ও বলবান। তিনি সকলের পরিচরণীয়।
২। মরণরহিত, বিশিষ্ট প্রজ্ঞাযুক্ত, বিচিত্র দীপ্তিযুক্ত সে অগ্নি আমার সমস্ত স্তুতিযুক্ত আহ্বান শুনুন। শ্যামবর্ণ বা রোহিত অথবা অরুণ অশ্বদ্বয় অগ্নির রথ বহন করছে, তিনি নানা স্থানে নীত হচ্ছেন।
৩। অধ্বর্যুগণ উর্ধ্বমুখ অরণিতে সুপ্রেরিত অগ্নিকে উৎপন্ন করছেন। অগ্নি বহুরূপ ওষদিসমূহ মধ্যে নভরূপে অবস্থিত আছেন। রাত্রিকালে উৎকৃষ্ট জ্ঞানযুক্ত অগ্নি মহাদীপ্তি সমন্বিত হয়ে বাস করেন। অন্ধকার তাকে আবৃত করতে পারে না।
৪। সমস্ত ভূবনের অধিষ্ঠাতা, মহান, সর্বত্রগামী, শরীরবিশিষ্ট, প্রবৃদ্ধ হব্যদ্বারা ব্যাপ্ত, বলবান ও সকলের দৃশ্যমান অগ্নিকে হব্য ঘৃতদ্বারা অর্চনা করি।
৫। সর্বব্যাপী ও যজ্ঞাভিমুখে আগমনোৎসুক অগ্নিকে ঘৃতদ্বারা সিক্ত করছি, তিনি নিরুদ্বেগ মনে সে ঘৃত সেবা করুন। মানুষদের ভজনীয় ও স্পৃহণীয় বর্ণবিশিষ্ট অগ্নি দীপ্তিতে পূর্ণ হলে কেউ তাকে স্পর্শ করতে পারে না।
৬। স্বীয় তেজবলে শত্রুদের পরাভব করবার সময়, হে অগ্নি! তুমি আমাদের সম্ভোগযোগ্য স্তুতি অবগত হও। তোমার আশ্রয় পেয়ে আমরা মনুর ন্যায় স্তব করি। সে অনুন মধুস্পর্শী ধনপ্রদ অগ্নিকে আমি জুহু ও স্তুতি দ্বারা আহ্বান করি।

টীকাঃ
১। মূলে ইলস্পদে আছে।
১।৩১।১১ ঋকের টীকা দেখুন।

HYMN X. Agni.

1. AGNI, first, loudly calling, like a Father, kindled by man upon the seat of worship.
Clothed in his glory, deathless, keen of insight, must be adorned by all, the Strong, the Famous.
2 May Agni the resplendent hear my calling through all my songs, Immortal, keen of insight.
Dark steeds or ruddy draw his car, or carried in sundry ways he makes them red of colour.
3 On wood supine they got the well-formed Infant: a germ in various-fashioned plants was Agni;
And in the night, not compassed round by darkness, he dwells exceeding wise, with rays of splendour.
4 With oil and sacred gifts I sprinkle Agni who makes his home in front of all things living,
Broad, vast, through vital power o’er all expanded, conspicuous, strong with all the food that feeds him.
5 I pour to him who looks in all directions: may he accept it with a friendly spirit.
Agni with bridegroom’s grace and lovely colour may not be touched when all his form is fury.
6 By choice victorious, recognize thy portion: with thee for envoy may we speak like Manu.
Obtaining wealth, I call on perfect Agni who with an eloquent tongue dispenses sweetness.

Rig Veda Book 2 Hymn 10
जोहूत्रो अग्निः परथमः पितेवेळस पदे मनुषा यत समिद्धः |
शरियं वसानो अम्र्तो विचेता मर्म्र्जेन्यः शरवस्यःस वाजी ||
शरूया अग्निश्चित्रभानुर्हवं मे विश्वाभिर्गीर्भिरम्र्तो विचेताः |
शयावा रथं वहतो रोहिता वोतारुषाह चक्रे विभ्र्त्रः ||
उत्तानायामजनयन सुषूतं भुवदग्निः पुरुपेशासु गर्भः |
शिरिणायां चिदक्तुना महोभिरपरीव्र्तो वसति परचेताः ||
जिघर्म्यग्निं हविषा घर्तेन परतिक्षियन्तं भुवनानि विश्वा |
पर्थुं तिरश्चा वयसा बर्हन्तं वयचिष्ठमन्नै रभसं दर्शानम ||
आ विश्वतः परत्यञ्चं जिघर्म्यरक्षसा मनसा तज्जुषेत |
मर्यश्रीः सप्र्हयद्वर्णो अग्निर्नाभिम्र्शे तन्वा जर्भुराणः ||
जञेया भागं सहसानो वरेण तवादूतासो मनुवद वदेम |
अनूनमग्निं जुह्वा वचस्या मधुप्र्चं धनसाजोहवीमि ||

johūtro aghniḥ prathamaḥ piteveḷas pade manuṣā yat samiddhaḥ |
śriyaṃ vasāno amṛto vicetā marmṛjenyaḥ śravasyaḥsa vājī ||
śrūyā aghniścitrabhānurhavaṃ me viśvābhirghīrbhiramṛto vicetāḥ |
śyāvā rathaṃ vahato rohitā votāruṣāha cakre vibhṛtraḥ ||
uttānāyāmajanayan suṣūtaṃ bhuvadaghniḥ purupeśāsu gharbhaḥ |
śiriṇāyāṃ cidaktunā mahobhiraparīvṛto vasati pracetāḥ ||
jigharmyaghniṃ haviṣā ghṛtena pratikṣiyantaṃ bhuvanāni viśvā |
pṛthuṃ tiraścā vayasā bṛhantaṃ vyaciṣṭhamannai rabhasaṃ dṛśānam ||
ā viśvataḥ pratyañcaṃ jigharmyarakṣasā manasā tajjuṣeta |
maryaśrīḥ spṛhayadvarṇo aghnirnābhimṛśe tanvā jarbhurāṇaḥ ||
jñeyā bhāghaṃ sahasāno vareṇa tvādūtāso manuvad vadema |
anūnamaghniṃ juhvā vacasyā madhupṛcaṃ dhanasājohavīmi ||


© 2024 পুরনো বই