ঋগ্বেদ ০১।০৪৫

৪৫ সুক্ত।।

অনুবাদঃ
১। হে অগ্নি! তুমি এ যজ্ঞে বসুদের, রদ্রদের, এবং আদিতাদের অর্চনা কর এবং শোভনীয় যজ্ঞযুক্ত ও জলসেককারী মনুজাত জনকেও অর্চনা কর।
২। হে অগ্নি! বিশিষ্ট প্রজ্ঞাসম্পন্ন দেবগণ হবাদাতাকে ফলদান করেন; হে অগ্নি! তোমার রোহিত নামক অশক্ব আছে এবং তুমি স্তুতিভাজন, তুমি সে ত্রয়স্ত্রিংশ (১) দেবগণকে এ স্থানে নিয়ে এস।
৩। হে অগ্নি! তুমি প্রভূতকর্মা এবং সর্বভূতজ্ঞ। প্রিয়মেধা অত্রি, বিরূপ ও অঙ্গিরা নামক ঋষিদের আহ্বান যেরূপ শ্রবণ করেছিলে সেরূপ প্রস্কম্বের আহ্বান শ্রবণ কর।
৪। অগ্নি যজ্ঞ সমূহের মধ্যে বিশুদ্ধ আলোক দ্বারা দীপ্যমান হন পৌঢ়কর্মা প্রিয়মেধাগণ রক্ষার জন্য অগ্নিকে আহ্বান করেছিলেন।
৫। কম্বের পুত্রেরা যে স্তুতি দ্বারা রক্ষার জন্য তোমাকে আহ্বান করছেন, হে ঘৃতাহুত ফলপ্রদ অগ্নি! সে স্তুতি সমূহ শ্রবণ কর।
৬। হে অগ্নি! তুমি প্রভূত ও বিবিধ অন্নযুক্ত এবং বহুলোকের প্রিয়; তোমার দীপ্তিরূপ কেশ আছে; মানুষেরা তোমাকে হব্য বহনের জন্য আহ্বান করে।
৭। হে অগ্নি! তুমি আহ্বানকারী ঋত্বিক এবং বহুধন দাতা, তোমার কর্ন শ্রবণসমর্থ, তোমার খ্যাতি বহু বিস্তুত; মেধাবীগণ তোমাকে যজ্ঞে স্থাপন করেছেন।
৮। হে অগ্নি! তুমি আহ্বানকারী ঋত্বিক এবং বহুধন দাতা, তোমার কর্ণ শ্রবণসমর্থ, তোমার খ্যাতি বহু বিস্তৃত; মেধাবীগণ তোমাকে যজ্ঞে স্থাপন করেছেন।
৮। হে অগ্নি!হব্যাদাতার জন্য হব্য ধারণ করে মেধাবী ঋত্বিকেরা সোম অভিযুত করে অন্নের নিকট তোমাকে আহ্বান করছে; তুমি মহান ও প্রভাসম্পন্ন।
৯। হে অগ্নি! তুমি বল দ্বারা উৎপন্ন, তুমি ফলদাতা এবং নিবাস হেতু; অদ্য এ স্থানে প্রাতে আগমনকারী দেবগণকে ও দৈব্য জনকে সোম পানার্থে কুশের উপর আনয়ন কর।
১০। হে অগ্নি! সম্মুখস্থ দৈব্য জনকে (২) দেবগণের সাথে সমান আহ্বান দ্বারা অর্চনা কর; হে দানশীল দেবগণ! এ সোম তোমাদের জন্য কল্য প্রস্তুত হয়েছে, এ পান কর।

টীকাঃ
১। ৩৪ সুক্তের ১১ ঋকের টীকা দেখুন।
২। প্রথম, নবম ও দশম ঋকে যে মনুজাত দেবতারূপ প্রাণীর উল্লেখ আছে তারা কে? সম্ভবতঃ ৩ ঋকে উল্লিখিত ঋষিগণ।

HYMN XLV. Agni.

1 WORSHIP the Vasus, Agni! here, the Rudras, the Ādityas, all
Who spring from Manu, those who know fair rites, who pour their blessings down.
2 Agni, the Gods who understand give ear unto the worshipper:
Lord of Red Steeds, who lovest song, bring thou those Three-and-Thirty Gods.
3 O Jātavedas, great in act, hearken thou to Praskaṇva’s call,
As Priyamedha erst was heard, Atri, Virūpa, Aṅgiras.
4 The sons of Priyamedha skilled in lofty praise have called for help
On Agni who with fulgent flame is Ruler of all holy rites.
5 Hear thou, invoked with holy oil, bountiful giver of rewards,
These eulogies, whereby the sons of Kaṇva call thee to their aid.
6 O Agni, loved by many, thou of fame most wondrous, in their homes
Men call on thee whose hair is flame, to be the bearer of their gifts.
7 Thee, Agni, best to find out wealth, most widely famous, quick to hear,
Singers have stablished in their rites Herald and ministering Priest.
8 Singers with Soma pressed have made thee, Agni, hasten to the feast,
Great light to mortal worshipper, what time they bring the sacred gift.
9 Good, bounteous, Son of Strength, this day seat here on sacred grass the Gods
Who come at early morn, the host of heaven, to drink the Soma juice
10 Bring with joint invocations thou, O Agni, the celestial host:
Here stands the Soma, bounteous Gods drink this expressed ere yesterday.

 Rig Veda Book 1 Hymn 45
तवमग्ने वसून्रिह रुद्रानादित्यानुत |
यजा सवध्वरं जनं मनुजातं घर्तप्रुषम ||
शरुष्टीवानो हि दाशुषे देवा अग्ने विचेतसः |
तान रोहिदश्व गिर्वणस्त्रयस्त्रिंशतमा वह ||
परियमेधवदत्रिवज्जातवेदो विरूपवत |
अङगिरस्वन महिव्रत परस्कण्वस्य शरुधी हवम ||
महिकेरव ऊतये परियमेधा अहूषत |
राजन्तमध्वराणामग्निं शुक्रेण शोचिषा ||
घर्ताहवन सन्त्येमा उ षु शरुधी गिरः |
याभिः कण्वस्य सूनवो हवन्ते.अवसे तवा ||
तवां चित्रश्रवस्तम हवन्ते विक्षु जन्तवः |
शोचिष्केशम्पुरुप्रियाग्ने हव्याय वोळ्हवे ||
नि तवा होतारं रत्विजं दधिरे वसुवित्तमम |
शरुत्कर्णं सप्रथस्तमं विप्रा अग्ने दिविष्टिषु ||
आ तवा विप्रा अचुच्यवुः सुतसोमा अभि परयः |
बर्हद भा बिभ्रतो हविरग्ने मर्ताय दाशुषे ||
परातर्याव्णः सहस्क्र्त सोमपेयाय सन्त्य |
इहाद्य दैव्यंजनं बर्हिरा सादया वसो ||
अर्वाञ्चं दैव्यं जनमग्ने यक्ष्व सहूतिभिः |
अयं सोमः सुदानवस्तं पात तिरोह्न्यम ||

tvamaghne vasūnriha rudrānādityānuta |
yajā svadhvaraṃ janaṃ manujātaṃ ghṛtapruṣam ||
śruṣṭīvāno hi dāśuṣe devā aghne vicetasaḥ |
tān rohidaśva ghirvaṇastrayastriṃśatamā vaha ||
priyamedhavadatrivajjātavedo virūpavat |
aṅghirasvan mahivrata praskaṇvasya śrudhī havam ||
mahikerava ūtaye priyamedhā ahūṣata |
rājantamadhvarāṇāmaghniṃ śukreṇa śociṣā ||
ghṛtāhavana santyemā u ṣu śrudhī ghiraḥ |
yābhiḥ kaṇvasya sūnavo havante.avase tvā ||
tvāṃ citraśravastama havante vikṣu jantavaḥ |
śociṣkeśampurupriyāghne havyāya voḷhave ||
ni tvā hotāraṃ ṛtvijaṃ dadhire vasuvittamam |
śrutkarṇaṃ saprathastamaṃ viprā aghne diviṣṭiṣu ||
ā tvā viprā acucyavuḥ sutasomā abhi prayaḥ |
bṛhad bhā bibhrato haviraghne martāya dāśuṣe ||
prātaryāvṇaḥ sahaskṛta somapeyāya santya |
ihādya daivyaṃjanaṃ barhirā sādayā vaso ||
arvāñcaṃ daivyaṃ janamaghne yakṣva sahūtibhiḥ |
ayaṃ somaḥ sudānavastaṃ pāta tiroahnyam ||


© 2024 পুরনো বই